মাত্র ১০০ টাকা বিনিয়োগেই লাখপতি! বাজার কাঁপাচ্ছে পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম

বর্তমানে ব্যাংকগুলিতে (Bank) সুদের হার খুবই কমে গেছে। তাই অনেকই ব্যাংকে টাকা বিনিয়োগ করতে চাইছেন না। তাই জন্য বর্তমানে অনেক গ্রাহকই ভাবছেন যে কোথায় টাকা বিনিয়োগ করলে সুদের হার বেশি পাওয়া যাবে।

সে সম্পর্কিত তথ্য রইল এই প্রতিবেদনে। সে ক্ষেত্রে পোস্ট অফিস একটি গুরুত্বপূর্ণ চয়েস। কারণ পোস্ট অফিসে বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করা হয়েছে। সেখানে আপনি অল্প টাকা রাখলে বেশ কিছু বছর পরে পেয়ে যেতে পারেন মোটা অংকের টাকা এবং এই স্কিম গুলি ভীষন ই নিরাপদ। এবারে সেরকমই একটি স্কিম (Scheme) সম্পর্কে আলোচনা করা হলো।

আপনি যদি পোস্ট অফিস (Post Office) এ অল্প পরিমাণে টাকা রাখতে চান তাহলে সেক্ষেত্রের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate) হল সবচেয়ে ভালো। এক্ষেত্রে মাত্র ১০০ টাকা বিনিয়োগ করে আপনি পাঁচ বছরে কয়েক লক্ষ টাকা আয় করতে পারবেন। এর সময়কাল পাঁচ বছর। তবে আপনি চাইলে এক বছরের মধ্যেও টাকা তুলতে পারেন। তবে এক্ষেত্রে শর্ত রয়েছে। আপনাকে প্রথমে ১ হাজার টাকা জমা দিতে হবে। এর পরে আপনাকে প্রত্যেক মাসে ১০০ টাকা করে জমা করতে হবে। তাহলে আপনি পাঁচ বছর পর পেয়ে যেতে পারেন কয়েক লক্ষ টাকা।

অল্প আয়ের গ্রাহকরা কিংবা যারা অল্প টাকা বিনিয়োগ করতে চান তাদের জন্য এই স্কিমটি একেবারেই উপযুক্ত। পোস্ট অফিসে যে কোন শাখায় আপনি এই স্কিমটিতে বিনিয়োগ করতে পারেন। এমনকি প্রধানমন্ত্রী নিজেও এই স্কিমে বিনিয়োগ করেছেন। অতএব বুঝতে পারছেন এই স্কিমটি কতটি সুরক্ষিত।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker