বলিউডে ধামাকা! একসঙ্গে প্রথমবার সঞ্জয়, সানি, জ্যাকি, মিঠুন! প্রকাশ্যে ‘বাপ’ ছবির প্রথম লুক

৯০ এর দশকের অভিনেতা বলতেই আমাদের মাথায় আসে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), সঞ্জয় দত্ত (Sanjay Dutta) প্রমুখ অভিনেতা। এরা প্রত্যেকেই একজন সুপারস্টার (Superstar)। যদি এদের সকলকে একই সাথে এক পর্দায় দেখা যায় তবে কেমন হয়? এবারে সকলের সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি পোস্টারের ছবি শেয়ার করে জ্যাকি শ্রফ লিখেছেন ‘শুট ধামাল দোস্তি বেমিসাল’। গত বুধবারে এই ছবির প্রথম লুক সকলের প্রকাশ্যে এসেছে। জানা গেছে এই ছবিটির নাম ‘বাপ’ (Baap)। সেই পোস্টারটিতে দেখা গেছে যে এই চারজন অভিনেতার সিঁড়িতে বসে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন।

View this post on Instagram

A post shared by Jackie Shroff (@apnabhidu)

পোস্টারটি দেখে সকলেরই নব্বই দশকের কথা মনে পড়ে গেছে। সকল দর্শকেরাই ভীষণ আবেগপ্রবণ হয়ে গেছে। অনেকেই লিখেছেন যে সকলেই পুরো আশির দশকের অ্যাকশনের তারকা ভাই বোনকে পাচ্ছেন। সকলেই এই পোস্টটি ভীষণভাবে শেয়ার করেছেন। ৯০ দশকের মুক্তিপ্রাপ্ত ছবি জিতেও সানি দেওলের যেমন লুক ছিল এখানকার লুক সেরকমই। মিঠুন চক্রবর্তীকে একটি আর্মি ক্যাপ এবং চামড়ার জ্যাকেটে দেখা গেছে। জ্যাকি কে দেখা গেছে সিগনেচার মিলিটারি জ্যাকেটে। সব মিলিয়ে এই পোস্টারের ছবিটি ভীষণ ভাইরাল হয়েছে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker