Entertainment

বুকের ওপর হাত বুলিয়ে আবেদনময়ী ভিডিও!’ রিলস বানানো ছেড়ে পড়াশোনায় মন দাও’, ‘পটল’ তথা হিয়া দে কে কটাক্ষ নেটিজেনদের

বাংলা ধারাবিক (Bengali Serial) ‘পটল কুমার গানওয়ালা’ (Potol Kumar Gaanwala) দিয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল শিশুশিল্পী পটল কুমার। তাঁর আসল নাম হিয়া দে (Hiya Dey)। তবে পটল নামেই তাঁর পরিচিতি বেশি। প্রথম সিরিয়ালের মধ্যে দিয়ে বাঙালি দর্শক মনে জায়গা করে নিয়েছিল ছোট্ট হিয়া। তবে এখন সেই ছোট্ট হিয়া আর ছোট্ট সেই। সোশ্যাল মিডিয়ায় তাঁর বানানো রিলস দেখলেই তা স্পষ্ট হয়ে যায়।

‘পটল’ রূপে হিয়ার অভিনয় এক সময় বেশ জনপ্রিয় হয়েছিল। ছোট থেকে বড় সকলেই ভক্ত হয়ে উঠেছিলেন তাঁর। সেই জনপ্রিয়তা আজও আছে এই শিশুশিল্পীর। তাই তো ভক্তরা তাঁকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করে। কিন্তু সেই ছোট পটল যে বড় হয়েছে, তাও বুঝেছেন দর্শকরা। এখন সেভাবে টিভির পর্দায় তাকে দেখা যায় না। কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়াতে তাকে বেশ সক্রিয় থাকতে দেখা যায়। এখানেই বিভিন্ন রিলস শেয়ার করে ভক্তের সঙ্গে জুড়ে থাকেন পটল তথা হিয়া দে।

তবে আপনি যদি তাঁর সোশ্যাল মিডিয়ায় ঘুরে আসেন তাহলে অবাক হবেন। কেননা সেই পটল আর সেই পটল নেই। টিভির পর্দায় বোকা সহজ সরল পটল আজ অনেকটাই বড় হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে চিত্তাকর্ষক ভিডিও। সম্প্রতি আরো এক চিত্তাকর্ষক ভিডিও পোস্ট করেছেন তিনি। যা দেখে চোটে গিয়েছেন ভক্তদের অনেকে।

অনেক নেটিজেন হিয়ার পোস্ট করা এই ভিডিওতে খারাপ খারাপ মন্তব্য করছেন। যেখানে এক নেটিজেন লিখেছেন, ”ভিডিও বানাতে গিয়ে বারবার বুকে হাত দেওয়ার দরকার পড়ে না।” অনেকে আবার রিলস বানানো ছেড়ে তাঁকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা বলেছেন। তবে এই সব কোনো কথাই কানে তোলেননি অভিনেত্রী হিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button