বাড়িতে ইঁদুরের উপদ্রব? রইল ইঁদুর তাড়ানোর সহজ ঘরোয়া টিপস, রইল বিস্তারিত

আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু কীট পতঙ্গের উপদ্রব থাকে। কীটপতঙ্গ ছাড়াও সকলের বাড়িতে আর একটি জিনিসের উপদ্রব থাকে। সেটি হল ইঁদুর ( Rat) । কারোর বাড়িতে ইঁদুর প্রবেশ করলে সেটি খুবই মুশকিল হয়ে পড়ে। কারণ ইঁদুর বিভিন্ন খাবার নষ্ট করে। তেমনি বিভিন্ন জিনিস কেটে দেয়।

জামাকাপড় ( Clothes) ,বইপত্র ( Books) ইত্যাদি বিভিন্ন জিনিস নষ্ট করে ফেলে ইঁদুর। ইঁদুর এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকে অনেক কিছু করেন কিন্তু সেগুলো কিছুই কাজে দেয় না । ইঁদুর মারার বিষ বাজারে ( Market) কিনতে পাওয়া যায় । কিন্তু সেই বিষ খেয়ে ইঁদুর যদি ঘরেই মরে পড়ে থাকে এবং সেটা যদি খুঁজে না পাওয়া যায় তবে খুবই সমস্যা হয়।কিন্তু আপনি চাইলে খুব সহজেই বাড়ির কিছু উপকরণ দিয়ে ইঁদুর তাড়াতে পারবেন। দেখে নিন সেগুলো কি কি।

পেঁয়াজের গন্ধ ইঁদুর একেবারে সহ্য করতে পারে না। তাই বাড়ির বিভিন্ন দিকে যদি আপনি পেঁয়াজ ( Onion) কেটে রেখে দেন তাহলে সেই গন্ধ এ ইঁদুর থাকতে না পেরে চলে যাবে। এছাড়াও আপনি চাইলে ঘর মোছার জলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে সেই জল দিয়ে ঘর মুছতে পারেন।

গোলমরিচের ( Black Paper) গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না। তাই আপনি চাইলে বাড়ির বিভিন্ন কোনায় গোলমরিচ গুঁড়ো রাখতে পারেন । এতে ইঁদুর তাড়াতাড়ি চলে যাবে।

আবার লবঙ্গের তীব্র গন্ধ এও ইঁদুর টিকতে পারে না। তাই আপনি চাইলেই একটি কাপড়ের মধ্যে কিছু লবঙ্গ নিয়ে সেটিকে বেঁধে বাড়ির বিভিন্ন জায়গায় রেখে দিতে পারেন। এর ফলে এর গন্ধ সহ্য করতে না পেরে ইঁদুর চলে যাবে।

উপরোক্ত উপায় গুলি যদি আপনি পালন করেন তবে অবশ্যই আপনার ঘর থেকে ইঁদুর চলে যাবে। এর ফলে আপনাকে বাজার থেকে ইঁদুর মারার জন্য আলাদা করে কিছু কিনতে হবে না ।আবার ইঁদুর আপনার ঘরে মরেও পড়ে থাকবে না।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker