রিয়েলিটি শো-র মঞ্চ থেকে রিজেক্ট হয়েছিলেন, আজ সেইসব শো-র বিচারক ভারতের এই ৫ জনপ্রিয় সঙ্গীতশিল্পী! রইল বিস্তারিত

ভাগ্য মানুষের জীবনে কিভাবে পরিবর্তন আনবে কেউ জানে না। একজন মানুষ যেমন ভাগ্যের জোরে শূন্য থেকে পূর্ণ হতে পারে, ঠিক তেমনভাবেই কোনো কোটিপতি ভাগ্যের জোরে সব হারিয়ে শূন্যও হতে পারে। কিন্তু যে কোনো পরিস্থিতিতে মনোবল ধরে রাখাটা সকলেরই উচিত। আসলে আমাদের জীবনে ভালো মন্দ সবকিছুই সমান্তরালভাবে আসে। তাই খারাপ সময়ে হেরে না গিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করতেই হয়। তেমনই সঙ্গীত জগতে কয়েকজন তারকা আছেন, যারা একটা সময়ে বিভিন্ন প্রতিযোগীতা থেকে বাদ পড়ে গেছিলেন। কিন্তু আজ তারাই নামকরা প্রতিযোগীতামূলক শো-এর বিচারক।

অরিজিৎ সিং (Arijit Singh) : সঙ্গীত জগতের জনপ্রিয় তারকা অরিজিৎ সিং। যাঁকে সুরের সাধক বলা হয়। তবে এই মহান গায়ক একসময়ে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এ গান করেছিলেন। কিন্তু তিনি শীর্ষ তিন থেকে বাদ পড়ে যান। তবে সেই হেরে যাওয়া তাঁকে থামায়নি। আজ তাঁর খ্যাতি জগৎজোড়া।

মোনালি ঠাকুর (Monali Thakur) : অন্যতম মিষ্টি সুরের গায়িকা মোনালি ঠাকুর।তিনি ২০০৫ সালে “ইন্ডিয়ান আইডল সিজন ২” -এর শীর্ষ ১০ অব্দি পৌঁছেও বাদ গেছিলেন। কিন্তু তিনি আজ টলিউডের বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা। ইঁনি সা রে গা মা পা সহ বহু বিখ্যাত শো-এর বিচারকের আসন দখল করেছেন বিভিন্ন সময়ে।

ভূমি ত্রিবেদী (Bhoomi Trivedi) : ইঁনিও মোনালি ঠাকুরের মতো ‘ইন্ডিয়ান আইডল সিজন-৫’-এ অংশ নিয়েছিলেন। কিন্তু ফাইনালের আগেই বাদ পরে যান। তবে পরবর্তীতে তিনি ‘রাম চাহে লীলা’ গান গেয়ে বলিউডে পাকাপাকিভাবে জায়গা করে নেন।

জুবিন নটিয়াল (Jubin nautiyal) : বলিউডের অন্যতম জনপ্রিয় গায় জুবিন নটিয়াল। তিনিও ‘ইন্ডিয়ান আইডল’-এর প্রতিযোগী অংশ নিয়ে শীর্ষ ২৫ প্রতিযোগীর মধ্যে সিলেক্ট হন। তবে পরবর্তীতে সেই শো থেকে বাদ পড়ে যান। কিন্তু এখন তিনি বিভিন্ন শো-এর বিচারক। তিনি নিজের ক্রেজ তৈরি করেছেন বলিউডে।

তোশি সাবরি (Toshi Sabri) : তোশি সাবরির গল্পও অনেকটা একইরকম। তিনি ২০০৭ সালের রিয়েলিটি শো ‘আমুল স্টার ভয়েস অফ ইন্ডিয়া’-তে অংশ নিয়ে টপ ১০ অবদি পৌঁছে গেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাদ গেছিলেন শো থেকে। বর্তমানে তিনি শুধু গায়ক নন। সঙ্গীত পরিচালক হিসেবে জনপ্রিয় হয়েছেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker