News

আগামী ২৪ ঘন্টায় প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তুমুল বৃষ্টিতে ভিজতে পারে বাংলা: আবহাওয়া খবর

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় (cyclone) টি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সপ্তাহের বুধবার থেকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলায় আসতে চলেছে ফের আবারও এক ঘূর্ণি ঝড়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসগরের মধ্যে এই ঘূর্ণিঝড় টি তৈরি হবে। আবহাওয়া দপ্তর এরকম হওয়ার আশঙ্কা এর ই নির্দেশ দিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় (cyclone) টি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সপ্তাহের বুধবার থেকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের জেলা গুলোতে প্রবল ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে। অবিলম্বে সতর্কতা জারির কথা বলা হচ্ছে।

আগামী ২৪ ঘন্টায় প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তুমুল বৃষ্টিতে ভিজতে পারে বাংলা: আবহাওয়া খবর

আইএমডি ভুবনেশ্বর এর ডিরেক্টর(Director) জানিয়েছেন, ” একটি ঘুর্নিবাত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সেটি ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। উপকূলবর্তী রাজ্য গুলিতে এর ফলে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ” বঙ্গোপসাগের এই ঘুর্ণবাত গভীর নিম্নচাপে পরিণত হবে আগামী ২০ থেকে ২২ শে জুলাই এর মধ্যে।

বৃষ্টিপাত

আবহাওয়া দপ্তর থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবী দের ক্ষেত্রে। তারা যেন এই কটা দিন সমুদ্রে না যায়। কিছুদিন ধরেই এই ঘূর্ণবাত টি তৈরি হচ্ছে। ১৭ জুলাই থেকেই এটি সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। এর ফলে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত দেখা দিচ্ছে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টিপাতের সন্মুখীন হয়েছে মানুষজন। তবে এরপর দক্ষিণবঙ্গে ৩৬% বৃষ্টির ঘাটতি রয়েছে বলে মনে করা যায়।

আগামী ২৪ ঘন্টায় প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তুমুল বৃষ্টিতে ভিজতে পারে বাংলা: আবহাওয়া খবর

তবে এই ঘাটতি পূরণ করবে এই সাইক্লোন টি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর মনে করছে, আগামী সপ্তাহের মধ্যে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। এর ফলে যতটা বৃষ্টির ঘাটতি ছিল তার অনেকটাই কমবে বলে আশা করা যায়।

Related Articles

Back to top button