আজব শখ! ১২ লাখ টাকা খরচ করে মানুষ থেকে কুকুর হলেন এক ব্যক্তি

সোশ্যাল মিডিয়া এখন আমাদের বিনোদন মাধ্যম। সোশ্যাল মিডিয়া বলতে আমরা সাধারণত বুঝে থাকি হোয়াটসঅ্যাপ (WhatsApp), ফেসবুক (Facebook), টুইটার (Twitter), ইনস্টাগ্রাম (Instagram) ও ইউটিউব (YouTube) -কে। তো সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে দেখতে পাবেন পোষ্য (Pet) প্রাণীদের উপর ভালবাসার নিদর্শন স্বরূপ ভাইরাল হচ্ছে বেশ কিছু ছবি ও ভিডিও।

আমরা যত নগরায়নের দিকে এগিয়ে যাচ্ছি ততই যেন আমাদেরকে গ্রাস করে নিচ্ছে হীনমন্যতা (Depression) আর একাকীত্ব (Loneliness)। আরে ঠিক এই কারণেই আমাদের প্রয়োজন পড়ে একজন সঙ্গীর। সবার জন্য যে সেই সঙ্গী একজন মানুষই হবে তা কিন্তু নয়। কেউ কেউ নিজের বন্ধু হিসেবে পোষ্যকেও বেছে নেয়। কিন্তু সবার পক্ষে তো আর পোষ্য রাখা সম্ভব হয় না। তাই বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ার পাতাতেই খুঁজে নিতে হয় এই অবলা জীবদের।

কী অবাক করা বিষয় তাই না! আমরা কিন্তু প্রকৃতির সর্বশ্রেষ্ঠ জীব। আর আমাদের প্রয়োজন পড়ছে এই অবলা জীবের। কিন্তু সোশ্যাল মিডিয়ার বর্তমানে বেশ আতঙ্কগ্রস্ত একটি ঘটনাকে কেন্দ্র করে। একজন নেট নাগরিক রীতিমতো টাকা খরচ করে মানুষ থেকে কুকুরে রূপান্তরিত হয়েছেন।

সত্যিই কি আজব শখ, তাই না? জানা গেছে জাপানের এক ব্যক্তির দীর্ঘদিন ধরে শখ ছিল কুকুর হওয়ার। আর সেই শখ পূরণও করেছেন তিনি। আর কুকুরের মতন নিজের নাম রেখেছেন টোকো। ছোট থেকে তিনি কুকুর খুব ভালবাসতেন। তবে তার ভালোবাসা যে এরকম রূপ নেবে কেউ কোনদিন কল্পনা করতে পারেনি। ১২ লাখ টাকা খরচ করে শেষ পর্যন্ত নিজেরই আজব সব পূরণ করেই ছাড়লেন তিনি।

ওই ব্যক্তি অবিকল কুকুরের মতোই সবকিছু রপ্ত করেছেন। তার সে হাঁটাচলা হোক, আদব-কয়দা হোক বা খাবার খাওয়া। তবে তার চারপাশের মানুষেরা এটি মেনে নিতে পারেননি। টোকোর নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। আর এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজের মনের কথা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন তিনি। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে গেছেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker