মেলেনি সরকারি চাকরি, এখন গাঁদা ফুলের চাষ করেই লাখপতি এই যুবক!

প্রতিনিয়ত আমরা স্বপ্ন দেখে চলেছি। কিন্তু স্বপ্ন অপূর্ণ থাকতে থাকতে আজকের সময় দাঁড়িয়ে অনেকেই স্বপ্ন দেখতে ভয় পান। পাছে যদি সেই স্বপ্ন অপূর্ন থেকে যায়! সবার সব স্বপ্ন পূরণ হয় না। তা বলে হাল ছেড়ে দিলে চলবে না। আমাদের আজকের এই প্রতিবেদনটিতে এমন একজনের কাহিনি (Story) বলব যিনি নিজের স্বপ্ন পূরণ করতে না পারায় নতুন করে স্বপ্ন দেখা শুরু করেন। আর সেই নতুন স্বপ্নকে পূরণ করেও দেখিয়েছেন। আমরা কথা বলছি দীপক বাবুর সম্পর্কে। দীপক বাবুর বয়স ২৪ বছর। তিনি ভোজপুরের বেনুয়ার টোলার বাসিন্দা।

তিনি স্বপ্ন দেখেছিলেন ডিফেন্সে জব করার। এইজন্য পড়াশোনা শেষ করে প্রচুর পরিশ্রম করেছিলেন তিনি। এত পরিশ্রম করেও ডিফেন্সে চাকরি হয়নি তার। যখন এইভাবে আর সফলতা পেলেন না তখন চাষবাসের দিকে মন দিলেন। তার বাড়ির সকলেই কৃষি কাজের সাথে যুক্ত ছিলেন। সবাই ধান, গম ইত্যাদি চাষ করতেন। কিন্তু তিনি এই সবকিছুর থেকে আলাদা চিন্তাভাবনা করেন। ২০২০ সাল নাগাদ তাই নিজের জমিতে ফুল চাষ করা শুরু করেন।

সেই সময় তিনি চারটি প্রজাতির গাঁদা ফুলের চারা রোপণ করেছিলেন। কিন্তু লকডাউনের কারণে আড়াই বিঘা জমির ফুল নষ্ট হয়ে যায়। এই জন্য তাকে অনেক ক্ষতির মুখোমুখি হতে হয়। কিন্তু তাও হাল ছাড়েননি তিনি। আবার নতুন করে চাষ শুরু করেন তিনি। ভবুয়া, বক্সার, বিক্রমগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ফুল সরবরাহ করে থাকেন তিনি। ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শুভ কাজে ফুলের অর্ডার নিয়ে থাকেন তিনি। সেক্ষেত্রে অগ্রিম বুকিং নিন।

বর্তমানে তিনি প্রতিদিন দেড় হাজার টাকা করে উপার্জন করেন। আর উৎসবের সময় ৫০০০ টাকা উপার্জন হয়ে তার প্রতিদিন। দীপক বাবু জানিয়েছেন youtube-এর মাধ্যমেই এই ফুল চাষ করা শিখেছেন তিনি। তাই কেউ চাইলেই ফুল চাষ করে মাসে মাসে লাখ টাকা রোজগার করতে পারেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker