Entertainment

আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী’কে চেনেন? অভিনেতার সবচেয়ে কাছের মানুষ তিনি, রইল ছবি

বর্তমান যুগে বিনোদন মানেই সোশ্যাল মিডিয়া । সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নাচ গান খেলা সব কিছুর মজা পেয়ে থাকি। এই সব কিছু উপভোগ করার একমাত্র জায়গা হলো সোশ্যাল মিডিয়া ।বর্তমান বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়।

ফেলুদা, ব্যোমকেশ সহ সমস্ত চরিত্রে হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।২০০৯ সালে ক্রস কানেকশন ছবির মাধ্যমে প্রথমবার বাংলা সিনেমা জগতে পা রাখেন তিনি। একের পর এক হিট সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। ব্যোমকেশ থেকে ফেলুদা সব চরিত্রেই তাঁর অভিনয় মুগ্ধ করেছে সকলকে। বাঙালি মেয়েদের ক্রাশ বলতে যীশু, পরম অনির্বান ভট্টাচার্যর পাশাপাশি রয়েছে আবির চট্টোপাধ্যায়ের নাম। তবে সব মেয়েরা যার জন্য পাগল তবে তিনি পাগল তার স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ের জন্য।

তাঁকে কখনওই ক্যামেরার সামনে আসতে দেখা যায় না । মাঝে মধ্যে নেট মাধ্যমে ভাইরাল হয় এই জুটির ছবি। কেরিয়ার ও সংসার দুটোই কিভাবে সামালানো উচিত তা বেশ ভালোই জানেন তিনি। তাঁদের একটি মেয়েও আছে। তারা একসঙ্গে অনেক বছর রয়েছেন কোনও ঝামেলা ছাড়াই।

এক কথায় বলা যায় তারা হলেন সুখী দম্পতি। পার্সোনাল এবং প্রফেশন লাইফ কিভাবে একসাথে ব্যালেন্স করতে হয়, তা আবীর চট্টোপাধ্যায় কে না দেখলে শেখা যায় না। তবে, শুধুমাত্র আবীরকেই ক্রেডিট দিলে হয় না,তার স্ত্রীও একসঙ্গে তাঁদের জীবনযাত্রাকে রঙিন করে নিয়ে এগিয়ে চলছেন ।

Related Articles

Back to top button