Jaya-Urfi: বয়সে বড় বলেই সম্মান করতে হবে নাকি! জয়া বচ্চনকে একহাত নিলেন উরফি

বর্তমানের অভিনব ফ্যাশন আইকন উরফি জাভেদ (Urfi/Uorfi Javed) এবার প্রতিবাদী রূপে নিজেকে হাজির করেছেন। বরাবর তিনি বেফাঁস মন্তব্য এবং বিস্ময়কর পোশাকের জন্য মিডিয়ার টাইমলাইনে থাকেন বহু চর্চিত এই নারী। তবুও তিনি এবার মুখ খুললেন এবং সরব হয়ে উঠেছেন বিগ- বি গৃহিনী জয়া বচ্চনের( Jaya Bachchan) বিরুদ্ধে।

জয়া বচ্চন কে মাঝেমধ্যেই আমরা মিডিয়ার মানুষদের বিরুদ্ধে বাজে ব্যবহার করতে দেখতে পায়। এবং এই কারণে অনেকেই তাকে বদমেজাজী বলে থাকেন কেউবা পাগল বলে আখ্যা দিয়ে থাকেন তাকে।

বচ্চন বাড়ির গৃহিণী হলেও তার এমন অভব্য আচরণের জন্য নিজের ইমেজ তিনি নিজেই নিচে নামিয়ে এনেছেন। সম্প্রতি, জয়া বচ্চন ল্যাকমে ফ্যাশন উইকে যাচ্ছিলেন সঙ্গে ছিলেন নাতনি নভ্যা। স্বাভাবিক ভাবেই বচ্চন পরিবারের দুই সদস্য কে দেখে পাপারাজ্জিরা ঝাঁপিয়ে পড়েন ছবি তোলার জন্য।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায় জয়া বচ্চন হাঁটতে হাঁটতে জিজ্ঞেসা করেন কে তুমি? কোন মিডিয়া? তারপর অবজ্ঞার হাসি হেসে বলেন, “আশা রাখি, আপনি যেন উল্টে পড়েন।” ছবি তুলতে গিয়ে একজন পাপারাজ্জি হোঁচট খেয়ে পড়ে যান,তখনই জয়া বচ্চন তাকে হেও প্রতিপন্ন করে বলেন যে তিনি যেন আরো একবার উল্টে পড়ে যান। ভিডিওটি দেখে নিন্দার ঝড় তোলেন নেটিজেনরা।

আর এদিকে এই প্রসঙ্গে মন্তব্য রাখলেন সাম্প্রতিক সময়ের চর্চিত মডেল উরফি জাভেদ। জয়া বচ্চন যে মুম্বাইয়ের পাপারাজ্জিদের অপমান করেছেন তার তীব্র নিন্দা করেছেন তিনি। উরফি ওই বিশেষ ভিডিওর ক্লিপস তুলে লেখেন বচ্চন ঘরণী জয়ার বিরুদ্ধে গিয়ে বলেন, “আপনি এটা বললেন, যে আশা রাখেন, উনি যেন উল্টে পড়ে যান। সকলকে অনুরোধ, দয়া করে ওঁর মতো হবেন না, সতর্ক থাকুন।

তা সে ক্যামেরার সামনে থাকুন কি পিছনে। আপনি, প্রবীণ আর ক্ষমতাশীল বলেই শুধু মানুষ আপনাকে সম্মান দেখাবেন না। যদি ভালো ব্যবহার করেন, তবেই সম্মান পাবেন।” বিগ বস থেকে বেড়িয়ে আসার পর তিনি এখন বর্তমানে স্ব-ঘোষিত মডেল। কোন উল্লেখযোগ্য কাজের সাথে তিনি এখন পর্যন্ত যুক্ত হতে পারেননি, বলিউড তো অনেক দূরের কথা। কিন্তু তার অদ্ভুত সব পোশাক মুম্বাইয়ের পাপারাজ্জিদের নজর কারে সবসময়। তাদের প্রশ্রয়েই উরফি নিজেকে জয়প্রিয় মডেল রূপে দাবি করতে করেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker