আমকে বলা হয় ফলের রাজা। এই ফল খেতে ভালোবাসেন না, এমন মানুষের সংখ্যা হাতে গোনা। সকলেই আম খেতে ভালোবাসেন। সেটা কাঁচা হোক বা পাকা। আবার আম থেকে অনেক ধরনের ড্রিঙ্ক, চাটনি, আচার জাতীয় খাবার তৈরি করা হয়। তাই বাজারে সারাবছর থাকে আমের চাহিদা। স্বাদ, মিষ্টত্ব ভেদে একেক প্রকার আমের একেক রকম দাম। তবে এবারে আপনাদের সন্ধান দিতে চলেছি এমন একটি আমের, যার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
মধ্যপ্রদেশের জব্বলপুরে (Jabalpur, Madhya Pradesh )চাষ করা হয় এই ধরনের আমের। এই আমের চাষ করা হয় মোট ১২ একর জমির উপর। মধ্যপ্রদেশে বাসিন্দা সংকল্প সিং (Sankalp Singh) এই জাতের আমের চাষ করে থাকেন। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল, এই আমগুলো এতই মূল্যবান যে এই আম গাছগুলি পাহারা দেওয়ার জন্য রাখা হয় বেশ কয়েকজন বন্দুকধারী রক্ষীদের। এমনকি বারোটি হিংস্র কুকুরও পাহারা দেয় এই আম বাগানের।
এই আমের নাম ‘তাইও নো তামাগো’। এই আমগুলো এক একটি প্রায় এক কেজির। এক কেজির একটি আমের দাম ভারতীয় মুদ্রায় আড়াই লক্ষ টাকা। তবে এই আমগুলোর চারা ভারতীয় নয়। সংকল্প সিং নিজে জাপান থেকে এই চারার আমদানি করে এই আমের চাষ করেন।
তবে জাপানের এই আমের চারার ফলন ভারতের মাটিতে দারুণ হয়। এই আমগুলো দেখার জন্য লোকজন ভিড় জমায়। তবে আড়াই লক্ষ টাকা দিয়ে যেহেতু এই আমগুলো কেনার ক্ষমতা ভারতবর্ষে বেশিরভাগ মানুষেরই নেই। তাই এই আমগুলো প্রতি কেজি ৫০ হাজার টাকায় বিক্রি করে থাকেন সংকল্প সিং।