বার্ষিক ৬৬ লাখ টাকার চাকরির অফার ফিরিয়ে দিয়ে শুরু করেন এই কাজ এখন বছর গেলে কোটি কোটি টাকা আয় করছেন এই মহিলা ইঞ্জিনিয়ার

বর্তমান সময়ে যেকোনো চাকরি পাওয়া স্বপ্নের ব্যাপার। অনেকেই আছেন যারা একটা চাকরির আশায় ছুটে চলেছেন। আবার সেখানে দাঁড়িয়ে এমনও কেউ কেউ আছেন যাঁরা চাকরি ছেড়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাইছেন। কিন্তু সাহস পাচ্ছেন না। আজ আমরা এমন এক মহিলার কথা বলব যিনি বাৎসরিক 66 লাখ টাকার চাকরি ছেড়ে দেন। আর আজ 8 কোটি টাকা রোজগার করেন।

তিনি প্রথমে ব্লগ লেখা দিয়ে শুরু করেছিলেন এই যাত্রা। তারপর তিনি একে একে এফিলেট মার্কেটিং, ডিজিটাল কোর্স ডাউনলোড, ব্র্যান্ড অংশীদারিত্ব ইত্যাদি কাজ শুরু করেন। তিনি অন্যদেরও রোজগার করার বিভিন্ন ধরনের উপায় বলেন। তিনি চাকরিতে সন্তুষ্ট ছিলেন না। নিজের কিছু করতে চাইছিলেন। তাই “ডেলিশ ডি’লাইটস” নামে একটি ভুড ব্লগ শুরু করেন।

আমরা যাঁর কথা বলছি তিনি হলেন জেনিন টোরেস। একটি সি এন বি সি নিবন্ধে তিনি জানান যে ব্লগে কাজ করার সময় একটি ফুল টাইম জব পেয়েছিলেন তিনি। সেই চাকরি করে প্রতিদিন একটি করে ব্লগ লিখতেন তিনি। ধীরে ধীরে ব্লগ উন্নতি করতে থাকে। আর তিন বছরের মধ্যে প্রতি মাসে ১৫ হাজার নতুন পাঠক এই ব্লগের সাথে যুক্ত হতে থাকে। এরপরই তার ব্যক্তিগত অর্থের প্রতি আগ্রহ বাড়তে থাকে।

২০১৯ সালে তিনি একটি পডকাস্ট শুরু করেন, যেখানে তিনি অর্থ উপার্জনের বিভিন্ন উপায় বলতেন। এইসব ক্ষেত্রে নিজের অভিজ্ঞতাও শেয়ার করতেন। বর্তমানে তার বয়স ৩৭ বছর। তিনি এখনও পর্যন্ত বহু পন্থা বলেছেন অর্থ উপার্জনের। তার মধ্যে বিখ্যাত কিছু হল- ব্লগ, পডকাস্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল কোর্স ডাউনলোড, ব্র্যান্ড পার্টনারশিপ। বর্তমানে তিনি ২৯ লাখ টাকা আয় করেন মাসে।

একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করার পর থেকে আগস্ট মাস পর্যন্ত তার মোট আট কোটি টাকা রোজগার হয়েছে। ব্রান্ড পার্টনারশিপের জন্য তিনি প্রথম দিকে ১০ হাজার টাকা নিতেন, আজ তিনি ৮ লাখ টাকা নেন। ব্লগ দিয়ে নিজের কেরিয়ারের শুরু করলেও আজ আরও অন্যান্যভাবে আয় করে তিনি নিজের আয় বাড়িয়েছেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker