‘টাপা টিনি’র তালে দুর্দান্ত নাচ প্রাণবন্ত ঐন্দ্রিলার, পুরনো ভিডিও শেয়ার হতেই চোখে জল নেটিজেনদের

চিরঘুমের দেশে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। জীবন, মৃত্যুর টানাপোড়েনের মধ্যে জীবন হার মানলো মৃত্যুর কাছে। দীর্ঘদিনের লড়াই শেষে মৃত্যু হল তাঁর। ২০ দিন আগে ব্রেন স্টোক হয়ে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর অবস্থা ছিল আশঙ্কাজনক। হাসপাতালে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গেছিল, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গেছিল। ডাক্তাররা জানিয়েছিলেন, প্রথমদিকে অভিনেত্রী চিকিৎসায় সাড়া দিলেও, পরবর্তীতে চিকিৎসাতেও কোনও কাজ হয়নি আর।

ঐন্দ্রিলা শর্মা ক্যান্সার জয়ের পরে নিজের ছন্দে ফিরেছিলেন।দাদাগিরি মঞ্চে এসেছিলেন। জি বাংলা অরিজিনাল ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও ঐন্দ্রিলার একটি ওয়েব সিরিজের জন্য গোয়া যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু শেষ হয়ে গেল। তবুও তিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে পেয়েছেন তাঁর পরিবার এবং তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরীকে।

তবে গত জুন মাস নাগাদ তিনি স্যোশাল মিডিয়াতে একটি নাচের ভিডিও শেয়ার করেন। বেলাশুরু সিনেমার জনপ্রিয় গান ‘টাপা টিনি’ (Tapa-Tini)-সঙ্গে নাচ করে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। এই ভিডিওগুলো আজ সব স্মৃতি হয়ে গেল। তবে এগুলোই সম্পদ। এগুলোকে আঁকড়ে ধরেই থাকতে চান অনুরাগীরা। তবে মাত্র ২৪ বছর বয়সী এই লড়াকু মেয়ের মৃত্যুতে মনখারাপ তাঁর অনুরাগীদেরও। তাঁর আত্মার শান্তি কামনা করেন সবাই।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker