শুরুতেই আসেনি সফলতা, জীবনের প্রথম রোজগার ৭০ টাকা, নিজের প্রতিভায় আজ সেরা কমেডিয়ান কপিল শর্মা

বর্তমান সময় টেলিভিশন জগতের একজন বিখ্যাত কৌতুক অভিনেতা হলেন কপিল শর্মা। তাকে চেনেন না এমন মানুষ পাওয়া কঠিন। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করছেন তিনি। কপিল শর্মার “দ্য কপিল শর্মা শো” ভারতের অন্যতম বিখ্যাত কমেডি শো।

টি”আর পি তালিকায় সবসময় উপরেই থাকে এই শো টি। এই শোয়ের জনপ্রিয়তা এতই বেশি যে বলিউড তারকারাও নিজেদের ছবির প্রমোশনের জন্য এটিকে বেছে নেন। অনেক তারকাই মনে করেন এই শো-তে এসে ছবির প্রমোশন না করলে সেই ছবি বক্স অফিসে হিট করবে না।

এই শো এর কারণেই মূলত কপিল শর্মা খ্যাতি লাভ করেছেন। তাঁর এই বিপুল সম্পত্তির পিছনে রয়েছে এ শো এর ভূমিকা। একসময় ভীষণ স্ট্রাগল করতে হয়েছে তাকে। অল্প বয়স থেকেই উপার্জন করতে শুরু করেন তিনি। এক সময় তিনি দিনমজুরি করতেন। এতে মাত্র 70 টাকা করে পেতেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে জানিয়েছেন। তিনি কাপড়ের কল এ কাজ করতেন এবং রোজ 70 থেকে 80 টাকা করে মাইনে পেতেন। বর্তমানে তার মোট সম্পত্তি আড়াইশো কোটি টাকার ওপরে। বিলাসবহুল বাড়ির পাশাপাশি অনেক দামী দামী গাড়িও রয়েছে তার। এই ধরনের আরও তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের সাথে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker