সোশ্যাল মিডিয়ার( Social Media) দৌলতে আমাদের চারপাশের বিভিন্ন খবর আমরা জানতে পারি । এমন অনেক খবর বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যেগুলি আমাদেরকে অনুপ্রাণিত (Inspired) করে । সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে আবার অনেক সময় এমন কিছু ভিডিও ( Video) ভাইরাল হয় যেগুলো দেখে হয়তো আমাদের মনে রাগের উদ্রেক হয় । তবে এই ভিডিওটি দেখলে আপনি অনুপ্রেরণাই পাবেন ।জীবনসংগ্রাম ( Struggle of life) চালিয়ে যাওয়ার কঠিন লড়াই নিহিত রয়েছে এই ভিডিওতে।
জানা যায় উত্তরপ্রদেশের ( Uttarpradesh) চঞ্চল শর্মা ( Chanchal Sharma) নামক এক মহিলা সংসারের খরচ চালানোর জন্য টোটো চালাচ্ছেন। এর সাথে সাথে নিজের সন্তানকে কোলে নিয়ে তিনি টোটো চালাচ্ছেন । সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর পৌঁছে গেছে নেটিজেনদের কাছে। জানা যায় তার স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায় ।
তবুও তিনি ভেঙে পড়েননি ।জীবিকা অর্জনের জন্য তিনি টোটো চালানো কে পেশা হিসেবে বেছে নিয়েছেন । তার একটি সন্তান রয়েছে। যে খুবই ছোট তাই তাকে কোলে নিয়েই তিনি টোটো চালাতে বেরিয়ে পড়েন । জানা গেছে সেই মহিলাটির নাম চঞ্চল শর্মা ( Chanchal Sharma) ।
তার এই জীবন-সংগ্রাম প্রত্যেক নারীকে উদ্বুদ্ধ করেছে। অনেকেই হয়তো কোন রোজগার করেন না বলে স্বামীকে ছেড়ে আসতে পারেন না ।আবার অনেকেই এ অবস্থায় আত্মহত্যা ( Suicide) করেন । কিন্তু তিনি যে জীবন সংগ্রামে হাল ছেড়ে দেন নি এটাই অনেক। জানা গেছে তিনি প্রথমে চাকরীর চেষ্টা করেছিলেন কিন্তু চাকরি ( Job) না পাওয়ায় এই পেশা গ্রহণ করেছেন।