বাংলা ধারাবাহিকগুলি দর্শকদের খুবই পছন্দের। ধারাবাহিক এর অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের খুবই কাছের হয়ে ওঠে। একটি ধারাবাহিক শুধু নায়ক বা নায়িকাকে নিয়ে গড়ে ওঠে না। পার্শ্বচরিত্ররাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ধারাবাহিকটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এমন কিছু চরিত্র থাকে যেগুলি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। সেরকমই একজন অভিনেতা হলেন অম্বরিশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)।
অপরদিকে বাংলা ধারাবাহিকের একজন গুরুত্বপূর্ণ অভিনেত্রী হলেন সম্পূর্ণা মন্ডল (Sampurna Mandal)। বর্তমানে তিনি ‘ধুলোকণা’ (Dhulokona) নামক ধারাবাহিকে অভিনয় করছেন। ‘করুণাময়ী রানী রাসমণি’ (Karunamoyee Rani Rashmoni) ধারাবাহিক থেকেই তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেখানে জগদম্বার ভূমিকায় অভিনয় করতেন তিনি। তবে বর্তমানে ‘ধুলোকনা’ ধারাবাহিকে তিনি তিতির চরিত্রে অভিনয় করছেন।
তার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল গোয়েন্দা গিন্নি ধারাবাহিকের মাধ্যমে। ‘গোয়েন্দা গিন্নি’ (Goyenda Ginni) ধারাবাহিকে অম্বরিশ ভট্টাচার্যের মেয়ে হয়েছিলেন তিনি। অপরদিকে এই ধুলোকণা ধারাবাহিকেও বর্তমানে তিনি অম্বরিশ ভট্টাচার্যের মেয়ের ভূমিকাতে অভিনয় করছেন। সেই জন্য এই অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দুটি ছবির কোলাজ দেখা গেছে। তবে একটি ছবি গোয়েন্দা গিন্নীর সময়কার এবং একটি যদি বর্তমান সময়ের। এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন ‘তখন এবং এখন’, ‘বাবা মেয়ে’
এই ছবিটি দর্শকরা খুবই পছন্দ করেছেন। সকলেই গোয়েন্দাগিনি স্মৃতিচারণা করেছেন এই ছবিটির মাধ্যমে। সবমিলিয়ে এই ছবিটা খুবই ভাইরাল হয়েছে। অনেকে অনেক রকমের কমেন্ট করেছেন এই ছবিটির কমেন্ট বক্সে।