মহেশ ভাট ( Mahesh Bhat) কে চেনেন না এমন মানুষের সংখ্যা কম। তাকে ঘিরে নানান বিতর্ক চলেছে। তাই জন্যই তাকে কমবেশি সকলেই চেনেন। তাঁর কন্যা ( Daughter) হলেন বর্তমানে বলিউডের ( Bollywood) নায়িকা আলিয়া ভাট ( Alia Bhat) । আলিয়া ভাটকে ঘিরেও নানান রকমের বিতর্ক চলেছে।
তবে জানা যায় মহেশ ভাট আলিয়া ভাটের সম্পর্কে একেবারে অন্যরকম। জানা গেছে মহেশ ভাট টাকার বিনিময়ে আলিয়া ভাট কে দিয়ে কিছু কাজ করিয়েছেন। জানা যায় যে আলিয়া ভাট মহেশ ভাটের পায়ে ক্রিম ( Cream) লাগিয়ে দিত। সেইজন্য মহেশ ভাট আলিয়া ভাটকে 500 টাকা দিতেন।
এই প্রসঙ্গে মহেশ ভাট বলেন যে 500 টাকার পরিবর্তে আলিয়া তার পায়ে ক্রিম লাগিয়ে দিত। কিন্তু আজ আলিয়া নিজের পরিশ্রমে এত টাকা আয় করছে । যেটা তিনি 50 বছরেও আয় করতে পারেননি।
এই তথ্য শুনে অবাক হয়ে গেছেন সকলে । এর থেকে বোঝা যায় যে তাদের বাবা ও মেয়ের সম্পর্ক খুবই মধুর। আবার ছোটবেলায় মেয়েদের যেভাবে বাবার সঙ্গে খুনসুটি করে কাটে আলিয়া ভাটেরও তেমনি কেটেছে। একথা ভেবে আলিয়া ভাট এর অনুগামীরা খুবই খুশি হয়েছেন।