পোস্ট অফিস স্কিম মানে একটা সুরক্ষিত ইনভেস্টমেন্ট আর সঠিক রিটার্ন প্ল্যান। মনে করা হয় ব্যাংক থেকেও সুরক্ষিত রিটার্ন পাওয়ার একমাত্র জায়গা হল পোস্ট অফিস। এই নতুন স্কিম টি ছোট ইনভেসমেন্ট করার জন্য একদম উপযোগী জিনিস। এই স্কিমে সামান্য টাকা ইনভেস্টমেন্ট করে বড় আকারের একটি ম্যাচুরিটি বেনিফিট পেয়ে যেতে পারেন আপনি। জেনে নেওয়া যাক এই স্কিমটির ব্যাপারে।
প্রতি মাসে ১০০ টাকা করে ইনভেস্টমেন্ট করতে পারেন এই প্রকল্পে। এই প্রকল্পে সবথেকে বড় সুবিধা হল সর্বোচ্চ কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কোন বাধা ধরা ফিক্সট অ্যামাউন্ট নেই আপনি যত টাকা ইচ্ছা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন।
এই প্রকল্পে আপনাকে অন্তত পাঁচ বছরের জন্য অ্যাকাউন্ট খুলতে হবে। এর থেকে কম সময়ের জন্য খুলতে পারবেন না। এই প্রকল্পে প্রত্যেক তিন মাসের জমানো টাকার উপর সুদ ক্যালকুলেট করে যোগ করা হয়। পোস্ট অফিসের বর্তমান সুদের হার হল ৫.৮ শতাংশ। নিয়মমাফিক প্রতি তিন মাসে কেন্দ্র সরকারের তরফ থেকে ছোট সেভিংস এর সুদের হারে ঘোষণা করা হয়।
আপনি যদি প্রতিমাসে মিলিয়ে এই প্রকল্পের ১০ বছরের জন্য ১০০০০ টাকা করে ইনভেস্ট করেন তাহলে ম্যাচুরিটি শেষে ১৬২৬৪৭৬ টাকা পাবেন। অর্থাৎ যা ইনভেসমেন্ট করছেন তার দ্বিগুণ টাকা ফেরত পাচ্ছে। এ প্রকল্পটি বিশেষ করে সদ্য হওয়া পিতা-মাতা জন্য তৈরি করা হয়েছে। ভবিষ্যতে বাচ্চাদের কথা ভেবে এই প্রকল্পটি শুরু করা হয়েছে।
তবে এই স্কিমের কিছু নিয়ম গুলি রয়েছে জেনে নেওয়া যাক কোন মশা যদি আপনার টাকা জমা দিতে না পারেন বা কোন কারনে টাকা জমা দেওয়ার দিন চলে যায় তাহলে আপনাকে জরিমানা ভরতে হবে। টাকা জমা দিতে দেরি হলে প্রতি মাসে এক শতাংশ জরিমানা দিতে হবে। চার মাস পর টাকা জমা না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গ্রাহক আগামী দুই মাস পর আবার একাউন্ট চালু করতে পারেন। কিন্তু জমানো টাকা ফেরত নাও পেতে পারেন।