Akshaya Tritiya 2023: অক্ষয় তৃতীয়ায় কোন কোন জিনিস দান করা শুভ, জানুন এখনই

অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে করা যে কোন দান, ধ্যান, জপ ও যজ্ঞ আপনার শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এই তিথিতে গহনা এবং সোনা রুপা কেনার রীতির প্রচলন আছে। বলা হয়ে থাকে এই তিথিতে পূজার্চনা করলে তার ফল কখনও শেষ হয় না অর্থাৎ ক্ষয় হয় না। আজ আমরা আপনাদের অক্ষয় তৃতীয়া তে দান করার কিছু জিনিসের নাম বলবো যা আপনাদের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধিতে অনেক লাভদায়ক হবে।

1। যব :- প্রাচীনতম শস্যগুলির মধ্যে অন্যতম হল যব। একে সোনার সাথে তুলনা করা হয়। যেকোনো পুজোতেই যব -এর প্রয়োজন হয়।

2। সোনা ও রুপো :- অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে অনেকেই সোনা ও রুপো কিনে থাকেন। এই তিথিতে সোনা ও রুপো কেনা যেমন শুভ, তা দান করাও শুভ।

3। গুড়, ঘি ও লবণ :- গুড়, ঘি ও লবণ দান করা খুব ভালো বলে মনে করা হয়। অনেকেই ভাবতে পারেন এই সামান্য জিনিসের কী এমন মাহাত্ম্য আছে, কিন্তু কোনো দরিদ্র ও অসহায় ব্যক্তিকে এই সামগ্রী গুলি দান করলে তার মন থেকে আপনার জন্য যে আশীর্বাদ আসবে তা এই তিথিতে খুবই শুভ হয়ে আপনার জীবনে ফিরে আসবে।

4। তিল ও কাপড় :- পুজোর সময় তিল ব্যবহার করা হয়। শুভদিনে তিলের তেল বা বীজ ব্যবহার করা হয়ে থাকে।