বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury)। ৯০ দশকের একাধিক বাংলা ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। এখনো অনেক ছবিতেই তিনি কাজ করে থাকেন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে করণ জোহরের হিন্দি ছবি ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’-তে। তবে আজ কথা বলবো তাঁর স্ত্রীকে (Tota Roy Chowdhury Wife) নিয়ে। যিনি সৌন্দর্যের দিক থেকে পিছনে ফেলবেন অনেক বলি অভিনেত্রীদের।
প্রসঙ্গত, টোটা রায়চৌধুরী ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani) ছবিতে চন্দন চ্যাটার্জীর চরিত্রে অভিনয় করেছেন। আর এই ছবির মধ্যে দিয়ে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছেন দেশ জুড়ে। বলে রাখি এটিই তাঁর প্রথম হিন্দি ছবি। তাঁর বয়স ৫০ ছুঁই ছুঁই। আর এই বয়সেও বহু মেয়ের ক্রাশ তিনি। তবে তাঁর হৃদয়ে রয়েছেন তাঁর স্ত্রী শর্মিলী রায়চৌধুরী (Sharmili Roy Choudhury)।
অভিনেতার বয়স বাড়লেও আজও তিনি খুব ফিট। আজও তাঁর বহু বিয়ের প্রস্তাব আসে বলে জানা যায়। তবে তিনি তাঁর স্ত্রীকে নিয়েই সুখে রয়েছে। ২০০৫ সালে বিয়ে করেন তাঁরা। প্রেম করেই বিয়ে। তাঁর স্ত্রী এতটাই সুন্দরী যে, তাঁর সৌন্দর হার মানাবে অনেক অভিনেত্রীকেই। আর এই সৌন্দর্যে পাগল হয়েই অভিনেতা প্রেমে পড়েন শর্মিলীর। তাঁদের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং দুজনের বোঝা পড়াও বেশ ভালো।
জানিয়ে রাখি, ৯০ দশকে বাংলা ছবি ‘দুরন্ত প্রেম’ এর মধ্যে দিয়ে অভিনয় শুরু করেন তিনি। এরপর থেকে বহু সিনেমা সিরিয়াল ও ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে এবার করণ জোহারের হাত ধরে বলিউডে হাতে খড়ি হলো অভিনেতার। আর বলিউডের প্রথম ছবি দিয়ে বেশ জনপ্রিয়তা পাচ্ছেন তিনি। সামনে আরো অনেক হিন্দি ছবির অফার রয়েছে তার কাছে। তবে অভিনেতা সাফ জানিয়েছেন, হিন্দি ছবিতে কাজ করলেও তিনি বাংলা ছেড়ে পুরোপুরি মুম্বাই যাবেন না।