News

World’s Best School 2023: পৃথিবীর সেরা 10-এ ভারতেরই পাঁচ স্কুল, তালিকায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান?

সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা করেন না এমন অভিভাবক খুবই কম। শিক্ষা শুরু হয় প্রাথমিক স্কুল থেকেই।সন্তানের স্কুল নির্বাচন নিয়ে বরাবরই সজাগ থাকেন অভিভাবকেরা। স্কুলের পড়াশোনার উপরই আগামী দিনে পড়ুয়াদের কেরিয়ারও নির্ভর করে। তবে ভালো স্কুল মানে শুধু পড়াশোনার মান নয়, থাকতে হবে পঠনপাঠনের সবরকম অনুকূল পরিবেশ। তাই বাইরে থেকে কোন স্কুল সেরা তা নির্বাচন করা দুষ্কর। এবার সেই উত্তরই খুঁজতে নেমেছেন বিশেষজ্ঞরা।

তাই ইংল্যান্ডে শুরু হয়েছে পৃথিবীর সেরা স্কুলের প্রতিযোগিতা । ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেরা দশটি স্কুলের তালিকা। এরপর প্রকাশ্যে আসবে সেরার তালিকাও। আর সেই সেরা দশটির মধ্যে ভারত থেকেই যে রয়েছে পাঁচটি স্কুল। কমিউনিটি কোলাবরেশন’ অর্থাৎ পরিবেশগত ক্ষেত্রে উদ্যোগ, উদ্ভাবন শক্তি, প্রতিকূলতা কাটিয়ে ওঠা এবং স্বাস্থ্যকর জীবনের মতো পাঁচটি বিভাগে পৃথিবীর বিভিন্ন স্কুলকে বেছে নেওয়া হয়ছে। নির্বাচিত তালিকা থেকে নির্বাচন করা হয় সেরা স্কুলটি। সেক্ষেত্রে স্কুলের শিক্ষক, পরীক্ষার ফল ইত্যাদি নয়, বরং স্কুলের পরিবেশকেই বেশি গুরুত্ব দেন ইংল্যান্ডে সংশ্লিষ্ট পুরস্কারের আয়োজকরা। আজকের প্রতিবেদনে জেনে নেবো সেই দশটি স্কুলের খোঁজ-

নগর নিগম প্রতিভা বালিকা বিদ্যালয় (এনপিবিভি)। দিল্লির দিলশাদ কলোনির এই স্কুলটি আছে এক নম্বরে। দিল্লির সরকারি স্কুলটি ‘কমিউনিটি কোলাবরেশন’-এ ক্ষেত্রে খুব ভালো ফল করেছে।

ওবেরয় ইন্টারন্যাশনাল স্কুল। এটি মুম্বাইয়ের একটি স্বতন্ত্র আন্তর্জাতিক বিদ্যালয়। ছাত্রছাত্রী এবং আশেপাশের সম্প্রদায়ের কাছে আশা এবং সহানুভূতির বার্তা পৌঁছে দেওয়াই স্কুলটির লক্ষ্য।

রিভারসাইড স্কুল। গুজরাটের আহমেদাবাদের একটি স্বতন্ত্র আন্তর্জাতিক স্কুল। উদ্ভাবন শক্তির জন্য স্থান পেয়েছে বিশ্বের সেরা স্কুল পুরস্কারের তালিকায়।

স্নেহালয় ইংলিশ মিডিয়াম স্কুল। মহারাষ্ট্রের আহমেদনগরের একটি দাতব্য বিদ্যালয়। প্রতিকূলতা অতিক্রম করার জন্য বিশ্বের সেরা স্কুল পুরস্কারের তালিকায় এসেছে এই স্কুলটি। এইচআইভি আক্রান্ত এবং যৌ-ন-কর্মীদের পরিবার থেকে আসা শিশুদের জীবন পরিবর্তন করার ক্ষেত্রে এই স্কুলের বিশেষ অবদান খুবই গুরুত্ব পেয়েছে।

শিন্ডেওয়াড়ি মুম্বই পাবলিক স্কুল। লকডাউনের পরে সংশ্লিষ্ট স্কুলটি পড়ুয়াদের শরীর এবং বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে কম অনাক্রম্যতা এবং দুর্বল পুষ্টির প্রভাবকে প্রতিরোধ এবং কমানোর চেষ্টা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button