Offbeat

চোখের ধাঁধা: এতগুলো ‘M’ এর ভিড়ে লুকিয়ে আছে ১ টি ‘N’ , রইলো ৯ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

আজকাল ব্যস্ততায় ভরা জীবনে অবসর বলতে স্যোশাল মিডিয়া। এই স্যোশাল মিডিয়ার মাধ্যমে সকলে অবসর খুঁজে পান। স্যোশাল মিডিয়ায় বিভিন্ন ধরণের ভিডিও পোস্ট হতে দেখা যায়। কখনো সেটা নাচের, কখনো গানের, কখনো আঁকার বা আবৃত্তির। কিন্তু স্যোশাল মিডিয়ায় অনেক ধরণের ইভলিউশনের পোস্টও হতে দেখা যায়। কখনো কোনও ছবি দিয়ে বা কখনো কোনও আঁকা দেখিয়ে চোখের পরীক্ষা করা হয়।

Puzzle
Puzzle

তেমনই একটি ছবি হল এটি। এই ছবিটিতে ইংরেজি বর্ণমালার অনেকগুলো বড়োহাতের ‘M’ রয়েছে। এই ‘M’-গুলো একভাবে দেখলে চোখ ধাঁধিয়ে যায়। তবে এই ছবিটির সবচেয়ে রহস্যের জায়গাটি হল, এই ছবিটির ভিতরে লুকিয়ে আছে ‘M’ ছাড়াও অন্য একটি অক্ষর, যা খুঁজে বের করতে হবে।

Puzzle
Puzzle

ছবিটিতে ‘N’ অক্ষর দেওয়া রয়েছে। ছবিটি দেখে যদি ১৫ সেকেন্ড সময়ের মধ্যে সঠিক উত্তর বলে দিতে পারেন, তাহলে আপনি চোখের পরীক্ষায় সফল হয়েছেন বলে ধরা হবে। ছবিটি ভালো করে দেখুন। তাহলেই বুঝতে পারবেন ছবিটিতে আট নম্বর সারির ছয় নম্বর লাইনে ‘M’ এর আগে একটি ‘N’ লেখা আছে। সেটিই আপনাকে খুঁজে বের করার জন্য বলা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button