News

কলকাতা ও শহরতলিতে হলুদ সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর! কারণ জেনে নিন

কলকাতা শহর জুড়ে আজকের আবহাওয়া (Weather Today) কেমন যাবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তর সূত্রে খবর আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে। মাঝে মাঝে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শহর কলকাতায়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের কোথায় কেমন বৃষ্টি হবে জেনে নিন।

আজ সহ আগামী কয়েকদিন শহর কলকাতায় (Kolkata) বৃষ্টিপাত হবে। তবে আগামীকাল বৃষ্টির পরিমান কম থাকবে। তাপমাত্রা একই থাকবে। অন্যদিকে দুই চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা ও কলকাতা লাগোয়া জেলাগুলিতে আগামী দুদিন হলুদ সতর্কতা জারি করেছে হওয়া অফিস।

Rain In Kolkata
Rain In Kolkata

আজ দমদম এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ২ ডিগ্রি সেলসিয়াস কম। দমদমের তাপমাত্রা আজ ২৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি থাকবে। আজকের আকাশ সারাদিন মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে শহর ও শহরতলিতে।

এদিকে রাজ্যের অন্য এলাকাগুলির কোথায় কোথায় বৃষ্টি হবে তার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে, আজ বসিরহাট, কলকাতা, সল্টলেক, হাওড়া, দমদম, কল্যাণী, কৃষ্ণনগর, শ্রীরামপুর, চন্দননগর, ক্যানিং, ডায়মন্ড হারবার, কাটোয়া, বর্ধমান, আসানসোল, মেদিনীপুর, খড়গপুর, বাগনান, আমতা, উলুবেড়িয়া, তমলুক, কাঁথি, হলদিয়া, দিঘা, সাগরদ্বীপ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button