
গত সপ্তাহেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আজ থেকেও রাজ্যের আবহাওয়া (Weather) আবার বদল ঘটছে। রাজ্য জুড়ে একাধিক জেলায় বৃষ্টিপাত। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভারী বৃষ্টিপাত। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Department)। আগামী দু দিন ধরে চলবে এই বৃষ্টিপাত। চলুন আজকের প্রতিবেদন থেকে এ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি
আজ থেকে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের (South Bengal) একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির দরুন বাতাসের তাপমাত্রা কিছুটা কমবে, ফলে গরম অনুভূতি কম হবে। তবে বাতাসে আদ্রতার পরিমান একই থাকবে। আজ সারাদিন কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টিপাত
জানিয়ে রাখি, পার্শবর্তী রাজ্য বিহারে তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ এর জেরেই এ রাজ্যের আবহাওয়ায় বদল। আগামী কাল পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। তবে বৃষ্টিপাত হবে ১০ই আগস্ট পর্যন্ত। আজ নদিয়া, বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে তাপমাত্রা একই থাকবে
এদিকে উত্তর বঙ্গের (North Bengal) প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে হালক বৃষ্টিপাত হতে পারে। এই সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই সপ্তাহে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাত হবে। অন্যদিকে মালদা সহ দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে তাপমাত্রা একই থাকবে।