নিম্নচাপ কাটতে না কাটতে ফের আবহাওয়ার (Weather) বদল ঘটবে রাজ্যে। গতকাল রাজ্যের তাপমাত্রা ভালো ছিলো। আজও রাজ্যের তাপমাত্রা বেশি থাকবে। বাতাসে আদ্রতার কারণে বেশ অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। তবে দক্ষিণ বঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চলুন আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন যাবে জেনে নিন প্রতিবেদন থেকে।
আজও দক্ষিণবঙ্গের গরম বজায় থাকবে। গত দুদিন ধরে রাজ্যের তাপমাত্রা বেড়েছে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আদ্রতাও বেশি থাকবে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Department)। সোমবার থেকে দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে গরম কমবে। তবে আজ কলকাতা সহ বেশ কিছু জেলায় আংশিক মেঘলা ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে হবে।
দক্ষিণ বঙ্গের (South Bengal) অন্যান্য জেলা যেমন মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিকে বৃষ্টির পরিমান বাড়বে আগামী সপ্তাহে।
উত্তর বঙ্গের (North Bengal) জেলাগুলিতে ভারী থেকে অতভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গের উত্তরের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে। তাপমাত্রা একই থাকবে। রবিবার থেকে সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হবে। মালদহ, উত্তম দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।