News

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, নিম্নচাপের জেরে আগামী চার পাঁচ দিন ভাসবে কলকাতা সহ কয়েক জেলা

উত্তর বঙ্গোপসাগরের গভীর নিম্ন চাপের জেরে আজ দিনভর দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আজও রাজ্যের একদিকে জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা গতকাল শক্তিশালী রূপ নিয়েছে। এর জেরে গত ২ দিন ধরে রাজ্যের আবহাওয়ার পরিবর্তন দেখা দিয়েছে। আজও আবহাওয়া গতকালের মতোই থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore weather department)। চলুন বিস্তারিত জেনে নিন।

Rain
Rain

আজ দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা গুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। গতকালও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়েছে। আজ বৃষ্টির পরিমান আরো বাড়তে পারে বলে জানা যাচ্ছে। দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ পুরুলিয়া সহ বাঁকুড়ার দুই জায়গার ভারী বৃষ্টির জেলে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Weather

আগামী চার পাঁচ দিন রাজ্যের আবহাওয়া একই থাকবে। তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানা যাচ্ছে। আজ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

Rain
Rain

উপকূল অঞ্চলে অতিভারী বৃষ্টি সহ প্রবল জোরে হওয়া বইবে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী দুদিন কোনো ভারী বৃষ্টি হবে না। তবে আজ উত্তরবঙ্গের পাঁচটি জেলা যথা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কালথেকে এই সমস্ত এলাকায় বৃষ্টির পরিমান বাড়বে বলে জানা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button