News

আর মাত্র ২৪ ঘণ্টা! দক্ষিণবঙ্গে হবে ভারী বৃষ্টিপাত, জানুন আবহাওয়ার পূর্বাভাস

পাকাপাকিভাবে বর্ষা এসেছে কিছুদিন আগেই। বর্ষা এলেও দুই বঙ্গের দুই চিত্র। দক্ষিণে বৃষ্টি থাকলেও ভ্যাপসা গরম, ওদিকে উত্তরে তুমুল বর্ষণ! আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department) সূত্রে খবর, আজও গোটা রাজ্যেই বৃষ্টি চলবে। তবে উত্তরে তাণ্ডব আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। যার জেরে অনুভূত হবে আদ্রতা জনিত অস্বস্তি।

আরও পড়ুন :কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা

হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন-চার দিন উত্তরবঙ্গের (North Bengal) উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশ কিছু জায়গায় ভারী এবং অতি ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের (North Bengal) জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা (Red Alert) জারি থাকবে। আগামী ২৪ ঘণ্টা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-এই পাঁচ জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী তিন দিন এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

আরও পড়ুন :অপেক্ষার অবসান! এই দিন থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে পড়বে বর্ষা, স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আজকের পর সেই পরিমানও কমতে শুরু করবে।

আরও পড়ুন :Weather Update: রোদ, গরম, অস্বস্তি ! কবে ভ্যাপসা গরম বিদায় নেবে ? কী পূর্বাভাস দিল হাওয়া অফিস ?

উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারীর সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের (North Bengal) উপরের ৫ টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হল উত্তরের একাধিক জায়গায়। উত্তরের মালদা ও দুই দিনাজপুরেও হালকা বৃষ্টি হবে বলে পূর্বাভাস। পাহাড়েও জারি সতর্কতা।

আরও পড়ুন :আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রবল বর্ষণে ভিজবে এই ৪ জেলা, আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট

আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস আগামী ১২ জুলাই পর্যন্ত কলতকাতা ও আশেপাশের অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। দফায় দফায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে ৩৪ ডিগ্রির মাঝে। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে পূর্বাভাস। তবে দুদিনের পর থেকে তাপমাত্রার একটু পতন হবে। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেক ৩ ডিগ্রি কমবে বলে পূর্বাভাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button