News

Weather Update: ধেয়ে আসছে তুমুল বর্ষণ! 24 ঘন্টায় বদলে যাবে আবহাওয়া! জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া?

আর মাত্র কিছুক্ষণ তারপরেই শুরু হবে তাণ্ডব বর্ষণ! জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া?

বেশ কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির (Weather) দেখা মিলেছে। কিন্তু তা সত্ত্বেও আবহাওয়ায় কোন বড়সড় পরিবর্তন দেখা যায়নি। ২১ শে জুলাই ভারী বৃষ্টি হয়েছে নগর কলকাতায়। কিন্তু সূর্যের তাপ এতটুকু কমেনি এই কারণে। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রভাব অনুযায়ী, আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে। এর সাথে দেখা মিলবে বজ্রপাতের।

Today Weather

আজ উত্তর ২৪ পরগনা, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে (Today weather)। আলিপুর আবহাওয়া দপ্তর কর্তৃক খবর আগামী ২৪ ঘন্টার মধ্যে আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে। আগামী ৪-৫ দিন গোটা রাজ্যে ক্রমাগত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন : আজ কেমন কাটবে আপনার দিন, জানুন আজকের রাশিফল

তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রী সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। রাজ্যের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে (Weather)। এই কারণে বজায় থাকবে আদ্রতা জানিত অস্বস্তি।

Weather Update: ধেয়ে আসছে তুমুল বর্ষণ! 24 ঘন্টায় বদলে যাবে আবহাওয়া! জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া?

আগামী ৪-৫ দিনে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে (Weather forcast)। গোটা সপ্তাহ জুড়ে রাজ্যের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো তেমনভাবে শোনা যায়নি (Today weather)।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলি হল- দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহার। বেশ কিছু জায়গায় ভারী বর্ষণের কারণে ইতিমধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার মধ্যে ক্রমাগত উত্তরবঙ্গে চলবে ৪-৫ দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button