শেষ কয়েকদিন ধরে ঝিরঝিরে বৃষ্টি লেগেই আছে। তবে এবার আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department) জানিয়েছে, উত্তরবঙ্গে (North Bengal) আরও ৩-৪ দিন হবে বৃষ্টি। আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের (North Bengal) জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা (Red Alert) থাকবে। গত সপ্তাহের মত এই সপ্তাহেও পশ্চিমবঙ্গের (West Bengal) বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ চলবে।
কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের (North Bengal) পাঁচটি জেলায় বৃষ্টির প্রবল পূর্বাভাস রয়েছে।যার জেরে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হল উত্তরের একাধিক জায়গায়। মালদা ও দুই দিনাজপুরেও হালকা পশলা বৃষ্টি হবে বলে পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পঙে অতিভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। সামগ্রিকভাবে উত্তরবঙ্গে পাঁচ দিনে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস।
হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার বদল আরও দুদিন পর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায়, ঘাম ঝরবে। তাপমাত্রা একই রকম থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে বলে পূর্বাভাস। তবে দুদিনের পর থেকে তাপমাত্রার একটু পতন হবে। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেক ৩ ডিগ্রি কমবে বলে পূর্বাভাস।
উত্তর ও দক্ষিণের একেবারেই ভিন্ন চিত্র। উত্তরে স্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি থাকবে তবে দু’দিন পর তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। আগামী ৮ জুলাই থেকে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা আছে।