পাঁচ জেলায় তাপপ্রবাহ আর ১৪ জেলায় কালবৈশাখী! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

বৈশাখী ঝড়ের তান্ডব এখনো শেষ হয়নি। মোকা থেকে রেহাই পেতে না পেতেই ফের আসবে দমকা ঝড়। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে এই সপ্তাহেই একদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার পাশাপাশি কলকাতাতেও প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে আসতে চলেছে এই ঝড়।

আগামী মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়াও বজ্রপাত সহ বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়াও ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন।কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষজনকে সতর্কবার্তা পাঠিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এছাড়াও উত্তর ২৪ পরগনা, হুগলি,হাওড়া, বাঁকুড়া,ঝাড়গ্রাম, বর্ধমান নদিয়া , মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর এই জায়গা গুলিতেও বজ্রপাত সহ বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

কিন্তু এই বজ্রপাত সহ বৃষ্টি হলেও কমছে না এই প্রচন্ড গরম। এমনিতেই মানুষের এই গরমে প্রান যাই যাই। তার উপর আবহাওয়াবিদরা বলছেন আগামী দিনে তাপমাত্রা বাড়বে । দিনের বেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি থাকতে পারে। রাতের বেলা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভবনা থাকলেও কমবে না এই প্রচন্ড গরম।

কলকাতা সহ বেশ কিছু জায়গায় রাতে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মে মাস কাটতে না কাটতেই জুনেই বাংলায় বর্ষার আগমন হতে পারে।

Leave a Comment