বাংলায় বর্ষা ঢুকে গিয়েছে বেশ কিছুদিন হয়েছে। এই বছরে বর্ষার হার ৩৩ শতাংশ কম হলেও উত্তর বঙ্গ এবং দক্ষিণ বঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত ভালই হয়েছে। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। শনিবার অবধি চলতে পারে ভারী বর্ষণ। দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা রয়েছে শনিবারের পর থেকে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে।
কেমন থাকবে আবহাওয়া ? কি বলছে আবহাওয়া দপ্তর জেনে নিন
কলকাতার আবহাওয়া :
রাজ্যে জোড়া নিম্নচাপের কারণে প্রবল বর্ষণের যে আকাঙ্খা করা হচ্ছিল টা প্রায় কিছুটা সতেজ হল। কলকাতার আবহাওয়া আছে, আকাশ মেঘলা, হালকা গুরি গুরি বৃষ্টিপাত। বৃষ্টি হলে আবহাওয়া সতেজ নয়। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা করা যায়। শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া :
কলকাতা সহ রাজ্যের আর বাকি জেলায় বৃষ্টি হলেও বেশ কিছুটা স্বস্তি পাবে উত্তরবঙ্গের জেলা গুলো। বৃষ্টির পরিমাণ কিছু টা কমবে সেখানে। তবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া :
রাজ্যের বাকি জেলা গুলোতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত দেখা দিলেও দক্ষিণবঙ্গের জেলা গুলোতে খবর অন্য। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের আর কিছু জেলায় ঝড় ও বৃষ্টিপাত দেখা দিচ্ছে। জোড়া নিম্নচাপের ফলে বিশেষ করে দক্ষিণ বঙ্গের কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটছে। সেগুলো ক্ষণস্থায়ী হলেও শহর বাসীর কাছে সেটা অস্বস্তিকর।