ঝড়বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা জারি করে এমনটাই জানাল হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গল এবং বুধবার শিলাবৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার। পাশাপাশি, বৃহস্পতিবার এবং শুক্রবারও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ২৩ থেকে ২৭ তারিখ দুই বঙ্গেই ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। কারণ আগামীকাল একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। এর ফলে আমাদের রাজ্যের উপর প্রচুর জলীয়বাষ্প পূর্ণ বাতাস আসবে।
সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। এদিকে গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিক। এছাড়া বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৪ শতাংশ, সর্বনিম্ন পরিমাণ ছিল ৪৪ শতাংশ। গতকাল কলকাতায় কোথাও কোনও বৃষ্টি হয়নি।
হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড এবং আশপাশের অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এবং বঙ্গোপসাগর থেকে ভেসে আসা জলীয়বাষ্পের কারণে বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য। বৃষ্টির জন্য ২৪ ঘণ্টা পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে বলেও হাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহতে মঙ্গল ও বুধবার ঝড়বিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি পরিমাণ কমলেও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন।
সোমবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।