আবার আসতে চলেছে ঝড় বৃষ্টি! দক্ষিণবঙ্গের সব জেলায় গভীর নিম্নচাপের সম্ভবনা: আবহাওয়ার খবর

বর্ষাকালে আবহাওয়া পরিবর্তনের সময় খুব সামান্য। এই রোদ তো এই বৃষ্টি। গত সপ্তাহ থেকেই কলকাতার সাথে দক্ষিণ বঙ্গের বেশ বৃষ্টির পরিমাণ বেড়েছে। আগামী দিনে উত্তরের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া বলেছেন গোটা রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Rain

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া উপকূলের জেলা গুলিতে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন। এছাড়া এই এলাকা গুলিতে নিম্নচাপ হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। আর এই নিম্নচাপের প্রভাবে ঝড় সহ বৃষ্টি সম্ভবনা আছে। তবে গরমের পরিমাণ বিশেষ কোনো পরিবর্তন নেই। আগামী বৃহস্পতিবার জোর বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বেশ কিছু জায়গা যেমন, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর, নদীয়া, বীরভূম, কলকাতার বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভবনা আছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। এই বৃষ্টি আগামী তিন- চার দিন চলতে পারে।

Rain

এত বৃষ্টির পরেও গরম কমছে না। তাপমাত্রা একই থাকবে। গোটা রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণের দিকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরের দিকে বৃষ্টির পরিমাণ সেভাবে দেখা না গেলেও জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরের দিয়ে বৃষ্টির সম্ভবনা আছে। উত্তরে বৃষ্টির পরিমাণ সেই তুলনায় অনেক কম থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর থেকে।

Leave a Comment