
বেশ কিছুদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে। তবে গরম কমার আশঙ্কা নেই এখুনি।উত্তরবঙ্গের একাধিক জেলায় গত একমাস টানা বৃষ্টি হয়েছে। যদিও এবার দক্ষিণবঙ্গেও বর্ষণ বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচন্ড বৃষ্টি হতে পারে। ২১ জুলাইও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া অফিস তরফে খবর, আগামী চার- পাঁচ দিন গোটা বঙ্গেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। যদিও জানা যাচ্ছে এতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বর্ষার সম্ভাবনা আছে ।
এতদিন ধরে প্রবল বর্ষার কারণে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরে পৌঁছেছে নবান্নের টিম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আজ দুই ২৪ পরগনা, কলকাতা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকু়ড়া, ঝাড়গ্রাম এইসব জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস। তবে রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। তাই ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।