কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা

ইতিমধ্যেই গোটা রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। এই পরিস্থিতিতে আবার নিম্নচাপও তৈরি হয়েছে। টানা ২ দিন ধরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একনাগাড়ে বৃষ্টি হয়য়ে চলেছে। বৃষ্টির কারণে একধাক্কায় তাপমাত্রাও নেমেছে অনেকটাই। বৃহস্পতির পর আজও রাজ্যের একাধিক জায়গায় ভারী ঝড়বৃষ্টি হয়েছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather office) সূত্রে খবর, আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতার (Kolkata) কিছু অংশে।

অন্যদিকে, উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলাতে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, নিম্নচাপ অক্ষরেখা অবস্থান বদল করে উত্তরবঙ্গের উপর আসবে। একইসঙ্গে আবার বঙ্গোপসাগর থেকে প্রবেশ করতে চলেছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু।উত্তরবঙ্গে ফের জারি হয়েছে কমলা সতর্কতা।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের তিন জেলায় কোচবিহার,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তরের এই তিন জেলায় ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment