Viral

সুন্দরী হতে সেলুনে গিয়ে গালে ক্রিম লাগিয়ে শেভ করছেন এক তরুণী! ভিডিও দেখে মাথায় হাত নেটিজেনদের

সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল হয়। যা দেখে দর্শকরা কখনো দুঃখও পান আবার কখনো প্রচুর আনন্দ পান। সম্প্রতি এমনই এক চোখ ধাঁধানো ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল (Social Media Viral Video)। যে ভিডিওতে দেখা যাচ্ছে এক মেয়ে সেলুনে গিয়ে দাড়ি কাটছে। এই ভিডিও দেখে অবাক হয়েছেন অনেকে। চলুন বিস্তারিত খবর জেনে নিন প্রতিবেদন থেকে।

সাধারণত পুরুষদেরই সেলুনে (Salon) গিয়ে দাড়ি কাটতে দেখে থাকবেন। তবে কখনো কি কোনো মেয়েকে সে কি সেলুনে গিয়ে দাড়ি কাটতে দেখেছেন? দেখেবনই বা কি করে। মেয়েদের যে দাড়িই নেই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে একটি মেয়েকে গালে শেভিং ক্রিম (Shaving Cream) লাগিয়ে দাড়ি কাটতে দেখা যাচ্ছে। মেয়েটির এমন কান্ডকারখানায় অবাক হয়েছেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়াতে রোজই কিছু না কিছু অবাক করা ভিডিও প্রকাশ পায়। তবে কোনো মেয়েকে গালে শেভিং ক্রিম লাগিয়ে দাড়ি কাটার দৃশ্য বিরল। Cyber_Huntss নামক টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে, এক অল্পবয়সী মেয়ে সেলুনে আয়নার সামনে বসে রয়েছে এবং তার গাল ভর্তি শেভিং ক্রিমে। এরপর এক সেলুনে কর্মী ওই মেয়েটির গালে লেজার বসিয়ে শেভ করে দিলেন। তারপরই সেখান থেকে উঠে চলে যান ওই মেয়েটি।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রকৃতির নিয়মই হল পরিবর্তন।’ তবে এমন পরিবর্তন দেখে কেও অবাক হয়েছেন তো কেউ হেসে গড়াগড়ি দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে ৪ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছে। নানা মন্তব্যে ভরে উঠছে কমেন্ট বক্স। এই ভিডিওই এখন সকলের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button