Entertainment

Varun Dhawan & Janhvi Kapoor: ফটোশুটে জাহ্নবীর কানে কামড় বরুণের, ‘এটা তোমাদের বেডরুম নয়’, কটাক্ষ নেটিজেনদের

ভাইরাল (Viral) ছবি ঘিরে তুমুল ট্রোলের মুখে অভিনেতা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় প্রথম সারির অভিনেতা হলেন বরুণ ধাওয়ান। ওদিকে জনপ্রিয় অভিনেত্রী হলেন জাহ্নবী কাপুর। অন্তরঙ্গ ফটোশ্যুটে জাহ্নবীর (Janhvi Kapoor) কানে কামড় বসালেন বরুণ (Varun Dhawan)।

ভাইরাল (Viral) ছবি ঘিরে তুমুল ট্রোলের মুখে অভিনেতা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় প্রথম সারির অভিনেতা হলেন বরুণ ধাওয়ান। ওদিকে জনপ্রিয় অভিনেত্রী হলেন জাহ্নবী কাপুর। অন্তরঙ্গ ফটোশ্যুটে জাহ্নবীর (Janhvi Kapoor) কানে কামড় বসালেন বরুণ (Varun Dhawan)। অল্প সময়ে শ্রীদেবী কন্যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। আর এবার বরুণ ও জাহ্নবীকে দেখা যাবে একসঙ্গে। ‛বাওয়াল’ ছবিতে জুটি বেঁধেছেন দুজন। ইতিমধ্যেই তাদের কেমিস্ট্রিও সকলের নজর কেড়েছে।

আপাতত শুধুমাত্র ছবি মুক্তির পালা। কিন্তু ছবি মুক্তির আগেই বিতর্কের মুখে পড়লেন অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan)। আর এই বিতর্কের কারণ একটি ছবি। সম্প্রতি ছবির প্রচারের কারণে ফটোশ্যুট করেছেন জাহ্নবী ও বরুণ। যেখানে জাহ্নবীর (Janhvi Kapoor) পরণে ছিল অফশোল্ডার শর্ট ড্রেস। আর ওদিকে বরুনের পরণে ছিল সাদা গেঞ্জি ও তার উপরে পেয়ারআপ করেছেন কালো রঙের জ্যাকেট। সাদা-কালো প্রতিটি ছবির মধ্যে ফুটে উঠেছে তাদের অন্তরঙ্গতা।

Varun Dhawan

কোনো ছবিতে বরুনকে দেখা যাচ্ছে জাহ্নবীর কাঁধে মাথা রাখতে। আবার কোনো ছবিতে জাহ্নবীকে (Janhvi Kapoor) দেখা গিয়েছে বরুনের (Varun Dhawan) কাঁধে মাথা রাখতে। আর এসব ছবির মধ্যে যে ছবি নিয়ে এত বিতর্ক তা হল জাহ্নবীর কানে বরুনের কামড় বসানোর ছবি। আর তাতে জাহ্নবী যে বেশ খানিকটা অস্বস্তিতেও পরে গেছেন তা অভিনেত্রীর চোখে মুখে স্পষ্ট। যথারীতি এই ছবি প্রকাশ্যে আসামাত্রই ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে।

তবে, এই ফটোশ্যুট নেটিজেনদের একাংশ ভালো চোখে নেননি। বরং অনেকের ধারণা ফটোশ্যুটের সময় নিজে থেকেই এমন একটি কান্ড ঘটিয়েছেন অভিনেতা। আর তাতেই বেজায় ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ লিখেছেন ‛প্রচারে এসব আবার কি’!। আবার কেউ লিখেছেন ‛এটা তোমাদের বেডরুম না’। যদিও এই ফটোশ্যুট নিয়ে বরুণ খোলাখুলি জানিয়েছেন যে, পরিকল্পনা করেই এই ছবিটি তোলা হয়েছে। কিন্তু নেটিজেনদের কেউই এসব মানতে চাইছেন না। তাইতো একেরপর এক কটাক্ষ বয়ে আসছে অভিনেতার দিকে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) বরুণ-জাহ্নবীর (Varun-Janhvi) এই ফটোশ্যুট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button