Entertainment

স্টার জলসাতে আসছে ৮ নতুন সিরিয়াল, বন্ধ হবে কোন কোন ধারাবাহিক? দেখুন তালিকা

গৃহস্থ বাড়িতে সিরিয়াল দেখার চল বহু পুরনো। আগে টিআরপি নিয়ে খুব একটা মাথা ঘামাতো না চ্যানেল‌। কিন্তু করোনা পরবর্তী সময়ে টিআরপি কম আসলেই ৩ মাসের মাথাতেই সেই সিরিয়াল বন্ধ করে দিচ্ছে স্টার জলসা। এই কারণেই এখন বেশিরভাগ বাংলা সিরিয়ালের মেয়াদ দাঁড়িয়েছে ৭ মাস থেকে শুরু করে ২ বছর পর্যন্ত।

আরও পড়ুন :কুট-কচালি নয়, নির্ভেজাল বিনোদন! ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা

আগে কিন্তু এমন হতো না। টিপিআরপি কম আসা সত্ত্বেও ১০ বছরের বেশি পর্যন্ত বেশ কিছু সিরিয়াল টেলিকাস্ট হয়েছে। কিন্তু এখন টিআরপি কম আসলে সেই সিরিয়াল বন্ধ করার আগে দুবার ভাবছে না চ্যানেল। জি বাংলার টিআরপি বেশ কয়েক বছর ধরেই কম আসছে।

আরও পড়ুন :সিরিয়াল করেই কোটিপতি! এই বাঙালি নায়িকার পারিশ্রমিক জানলে সালমান-অমিতাভও মুখ লুকাবে

তাই মনে করা হচ্ছে, সিআরপির দিক থেকে জি বাংলাকে আরো বেশ কিছুটা পেছনে ফেলতেই স্টার জলসার এরকম পরিকল্পনা। বেশ কিছু নতুন সিরিয়াল আনতে চলেছে স্টার জলসা। এখন স্টার জলসার পর্দায় তুঁতে ও সন্ধ্যাতারা নামক দুটি ধারাবাহিকের টেলিকাস্ট শুরু হয়েছে। ইতিমধ্যে সন্ধ্যাতারা বেশ কিছুটা জনপ্রিয়তা লাভ করেছে।

আরও পড়ুন :পরনে সাদা শাড়ী, মোহময়ী লুকে অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী সোহিনী সরকার

তবে শোনা যাচ্ছে পরপর ৮ টি নতুন সিরিয়াল স্টার জলসার পর তাই আসতে চলেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ধারাবাহিকের কাস্টিং সম্পন্ন হয়েছে। এরপর শুরু হবে প্রোমো শুটিংয়ের পালা। প্রোমো টেলিকাস্ট হওয়ার পরেই সিরিয়ালগুলির নাম জানা যাবে।

স্টার জলসাতে আসছে ৮ নতুন সিরিয়াল, বন্ধ হবে কোন কোন ধারাবাহিক? দেখুন তালিকা

প্রসঙ্গত বলে রাখি যীশু ও উজ্জ্বল সেনগুপ্তের প্রোডাকশন হাউজের একটি ধারাবাহিক শীঘ্রই আসতে চলেছে। এই ধারাবাহিতির মুখ্য চরিত্রে দেখা যেতে পারে সন্দীপ্তা সেনকে। আবার টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে সন্দীপ্তা সিরিয়াল জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তবে এই ধারাবাহিকটির নায়ক ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে।

স্টার জলসাতে আসছে ৮ নতুন সিরিয়াল, বন্ধ হবে কোন কোন ধারাবাহিক? দেখুন তালিকা

শোনা যাচ্ছে বালিঝড় ও খড়কুটো ধারাবাহিকের নায়ক কৌশিক সেন হতে চলেছেন এই ধারাবাহিকটির নায়ক। এছাড়াও আসতে চলেছে লিনা গাঙ্গুলীর আরেকটি সিরিয়াল। এখনো পর্যন্ত নায়কও নায়িকার নাম জানা যায়নি। এর পাশাপাশি কেচি আইডিয়া প্রোডাকশনের তরফ থেকেও নতুন সিরিয়াল আসতে পারে। আবার টেন্ট প্রোডাকশন, ব্লুজ প্রোডাকশন, মিসিং স্ক্রু প্রোডাকশন, রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউজ ও এস ভি এফ প্রোডাকশন হাউজ থেকে বেশ কয়েকটি সিরিয়াল আসার খবর পাওয়া যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button