News

Luxurious Train: ভারতের সবচেয়ে বিলাসবহুল ৫টি ট্রেন, যার ভাড়া শুনলে চমকে যাবেন আদানি থেকে আম্বানি

ভারতের সবচেয়ে বিলাসবহুল ৫টি ট্রেন, যেখানে রাজকীয় ভাবে ভ্রমণের সুবিধা পাবেন। তবে এই ট্রেন গুলির ভাড়া শুনলে চমকে যাবেন আপনিও।

ভারতের রেল ব্যাবস্থা (Indian Railway) আজ অনেক উন্নত। এর সর্বশেষ উদাহরণ বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারতের ভাড়া অনেকের সাধ্যের বাইরে। তবে আজ ভারতের এমন ৫টি বিলাসবহুল ট্রেন সম্পর্কে আপনাদের জানাবো, যার টিকিট মূল্য শুনলে আপনি চমকে যাবেন। তবে এই বিলাসবহুল ট্রেনে করে রাজকীয় ভাবে ভ্রমণের সুবিধা পাবেন। দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন।

Luxurious Train In India-4
Luxurious Train In India-4

চলুন তাহলে ভারতের সবচেয়ে বিলাসবহুল ৫টি ট্রেন (5 Most Luxurious Train In India) সম্পর্কে জেনে নিন।

Luxurious Train In India
Luxurious Train In India

১) ডেকান ওডিসি ট্রেন (Deccan Odyssey Train) :

এই ট্রেনটি ভারতের অন্যতম বিলাসবহুল ট্রেন। যা তৈরি করা হয়েছিল প্যালেস অন হুইলস্-এর অনুকরণে। মূলত মহারাষ্ট্রের পর্যটন ব্যবস্থাকে আরো আকর্ষণীয় করে তুলতে এই ট্রেন তৈরি করা হয়। মহারাষ্ট্র রুটেই চলে এই ট্রেনটি। এই ট্রেনে চেপে দক্ষিণ ভারতের ১০টি বিশেষ পর্যটন কেন্দ্র ঘুরতে পারবেন। তবে ডিলাক্স কেবিনের জন্য মাথা পিছু ৪,৭৬,৮৬৯ টাকা দিতে হবে। অন্যদিকে প্রেসিডেন্সিয়াল স্যুট নিলে ১০,৩২,৪৫০ দিতে হবে।

Luxurious Train In India-2
Luxurious Train In India-2

২) মহারাজা এক্সপ্রেস (Maharaja Express):

আইআরসিটিসি পরিচালিত আরেকটি বিলাসবহুল ট্রেন হলো মহারাজা এক্সপ্রেস। এটি বছরের একটি নির্দিষ্ট সময়েই চলে। ট্রেনটি রাজস্থান রাজ্যের ১২টি পর্যটন কেন্দ্রকে কভার করে। তবে এর ভাড়া শুনলে আপনি অবাক হবেন। ডিলাক্স কেবিনে করে ৪ দিন ৩ রাত ভ্রমন করতে চাইলে আপনার খরচ হবে ২.৮০ লক্ষ টাকা। আবার যদি কেউ প্রেসিডেন্সিয়াল স্যুট নেন, সেক্ষেত্রে ভাড়া হবে ১০.৫০ লক্ষ টাকা।

Luxurious Train In India-3
Luxurious Train In India-3

৩) রয়্যাল রাজস্থান অন হুইলস্ (Royal Rajasthan on Wheels):

এটি ভারতের আরেকটি বিলাসবহুল ট্রেন। যা কিনা প্যালেস অন হুইলসের অনেক পরে ২০০৯ সালে প্রথম এই ট্রেন চালু করা হয়েছিল। এই ট্রেনে করে ৭ দিন এবং ৮ রাত ধরে রাজস্থানের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখানো হয়। তবু এর ভাড়া অন্য বিলাসবহুল ট্রেন গুলির তুলনায় একটু কম। ডিলাক্স কেবিনের জন্য মাথা পিছু ভাড়া পরে ৪,৮৮,২৮০ টাকা।

Luxurious Train In India-1
Luxurious Train In India-1

৪) প্যালেস অন হুইলস্ ট্রেন (Palace on Wheels) :

এই ট্রেনটিকে রাজস্থানের গৌরব বলা হয়। ভারতের সবচেয়ে বিলাসবহুল ট্রেন এটি। যা অনেক ৫ তারা হোটেলকেও পিছনে ফেলবে। ১৯৮২ সালে এটি প্রথম চালু করা হয়। ট্রেনটি নিউ দিল্লি থেকে যাত্রা শুরু করে রাজস্থানের বহু স্থান কভার করে। এই ট্রেনে করে আপনি জয়পুর সওয়াই মাধোপুর, চিতোরগড়, উদয়পুর সহ আরো বিভিন্ন শহর ঘুরতে পারবেন। এর ভাড়া ৩,৬৩,৩০০ টাকা।

৫) দ্য গোল্ডেন চ্যারিয়ট (The Golden Chariot) :

এই ট্রেনে করে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা যেমন গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং পন্ডিচেরি ভ্রমণ করার সুযোগ পাবেন। ভ্রমণ পথে চোখে পড়বে সবুজ অরণ্য আর জলপ্রপাত। এই ট্রেনে করে ৬ দিন ৭ রাত ভ্রমণের খরচ ১,৮২,০০০ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button