News

Today Weather Update: ফের ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া চোখ রাঙানি, ২১ জুলাইয়ে বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট দিল হাওয়া অফিস

কিছুদিন ধরে দক্ষিণবঙ্গের কম বেশি প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি হতে দেখা যাচ্ছে। কেমন থাকবে আজকে কলকাতার আবহাওয়া (today weather) জেনে নিন

আবহাওয়ার (today weather) খামখেয়ালীপনায় রীতিমতো নাজেহাল বঙ্গবাসী। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কম বেশী সব জায়গাতেই যেন এক অস্বস্তিকর আবহাওয়া (today weather)। কখনও মেঘ আবার কখনও বৃষ্টি আবার কখনও চড়া রোদ, সবকিছুরই সাক্ষী থাকছেন বাংলার মানুষ। কিছুদিন ধরে দক্ষিণবঙ্গের কম বেশি প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি হতে দেখা যাচ্ছে।

আইএমডি ভুবনেশ্বর এর ডিরেক্টর(Director) জানিয়েছেন, ” একটি ঘুর্নিবাত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সেটি ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। উপকূলবর্তী রাজ্য গুলিতে এর ফলে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ” বঙ্গোপসাগের এই ঘুর্ণবাত গভীর নিম্নচাপে পরিণত হবে আগামী ২০ থেকে ২২ শে জুলাই এর মধ্যে।

হাওয়া অফিস (today weather) সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের সরাসরি কোনও প্রভাব বাংলার উপর পড়বে না। মূলত তেলেঙ্গনা, ওডিশায় এর জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু, একুশে জুলাইয়ের সকাল থেকেই কার্যত মুখ ভার আকাশের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এদিন কি বৃষ্টিপাতের সম্ভাবনা?

Today Weather Update: ফের ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া চোখ রাঙানি, ২১ জুলাইয়ে বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট দিল হাওয়া অফিস

কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে আজ বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সারাদিনই রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ থাকবে।

আলিপুর আবহাওয়া (today weather) দফতর সূত্রে খবর, এদিন আংশিক মেঘলা থাকবে শহর কলকাতার আকাশ। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button