
সিরিয়াল হলেও বাস্তবিক সব চিন্তায় ভরপুর এই ধারাবাহিক। আর তারমধ্যে রয়েছে ইয়ং দুই কাস্ট। হ্যাঁ, বর্তমানে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛নিম ফুলের মধু‘ র কথায় বলছি। আর তারা হলেন ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র পর্ণা ও সৃজন। তবে, এরা ছাড়াও এই ধারাবাহিকের পর্দায় দত্ত বাড়ির বড় বৌ অর্থাৎ পর্ণার জেঠি শাশুড়ির চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন তনুশ্রী গোস্বামী (Tanusree Goswami)।
সিরিয়ালের পর্দায় তাকে সাদা-মাটা এক ঘরোয়া বউয়ের চরিত্রে দেখা যাচ্ছে। যেকিনা সারাক্ষন ঘোমটা মাথায় দেন। খুব শান্ত ও গৃহকর্মে নিপুনা একজন বাড়ির বউয়ের চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে, এটা তার রিল লুক। কিন্তু বাস্তবে এই তনুশ্রীর (Tanusree Goswami) লুক দেখলে ভিরমি খাবেন আপনি। দত্ত বাড়ির বড় বৌ যে আদতে অনেক্ষায় গ্ল্যামারাস ও হট।
View this post on Instagram
কখনও শর্ট ড্রেসে আবার কখনও স্লিভলেস পোশাকে তিনি একেবারে সুপার কুল। ছোটপর্দার সেই বৌমা বাস্তবে যে এতটা হট হতে পারেন তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি। কখনও শর্ট ড্রেস ও চোখে সানগ্লাস পরে নিজের মতো ভঙ্গিমায় ছবি তুলেছেন। আবার কখনও শাড়ি ও স্লিভলেস ব্লাউজে সোশ্যাল মিডিয়ায় চড়িয়েছেন উষ্ণতার পারদ। তার একটি লুকেই ভিরমি খাবার যোগাড় ।
View this post on Instagram
চরিত্রের প্রয়োজনে পর্দায় তিনি যতটা ঘরোয়া বাস্তবে তিনি ততটাই মর্ডান। তার ফ্যাশান সেন্স সত্যিই নজর কেড়েছে সকলের। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল তনুশ্রীর (Tanusree Goswami) হট লুকের ছবি।তনুশ্রীর ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে চোখ রাখলেই তার রিল ও রিয়েল লাইফের তফাৎটা নজরে আসবে।
View this post on Instagram