সিনেমায় অভিনয়ের ক্ষেত্রেও যেমন শিশু শিল্পীর বিশেষ ভূমিকা রয়েছে তেমনি বিজ্ঞাপনের ক্ষেত্রেও শিশু শিল্পীর বিশেষ ভূমিকা রয়েছে। ৯০ দশকের এমন অনেক বিজ্ঞাপন আপনারা দেখে থাকবেন যেখানে অসংখ্য শিশু শিল্পীকে অভিনয় করতে দেখা গিয়েছে। যারা বিজ্ঞাপনে অভিনয়ের দরুন দারুণ জনপ্রিয়তাও লাভ করেছিল। তবে সেইসব শিশু শিল্পী আজ কি করছেন (Popular Child Artist From Hindi Advertisement)? জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।
১) নিশান্ত মেহরা (Nishant Mehra) : খাবারের বিজ্ঞাপনে কাজ করে জনপ্রিয়তা পেলেও তিনি ফুটবল খেলাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। তিনি মুম্বাই ফুটবল ক্লাবের অধিনায়কও থেকেছেন। তবে মাদক মামলায় জড়িয়ে গিয়ে বর্তমানে তিনি মুম্বাইয়ের একটি স্কুলে বাচ্চাদের ফুটবল খেলা শেখায়।
২) তেজান দেওয়ানজি (Tejan dewanji) : একটি জনপ্রিয় জুতো কোম্পানির হয়ে বিজ্ঞাপনে কাজ করেছিলেন তেজান। প্রথম কাজ দিয়ে জনপ্রিয় হলেও, তাঁর বরাবরই ইচ্ছা একজন ডক্টর হওয়া। ২০০৮ সালে আমেরিকায় ডাক্তারি নিয়ে পড়াশোনার জন্য যান। এখন তিনি আমেরিকার বাসিন্দা।
৩) পরজান (Parjan) : তেল প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল পরজানকে। এরপর তাঁকে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কহো না প্যার হ্যায়’, ‘মহব্বতে’, ‘কভি খুশি কভি গম’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এক সময় ছবির মুখ্য চরিত্রেও কাজ করেছিলেন তিনি। বর্তমানে তিনি সংলাপ লেখেন এবং একটি প্রযোজনা সংস্থার সহ প্রতিষ্ঠাতা।
৪) তরুণী সচদেও (Taruni Sachdev) : তরুণী ছোটবেলায় একটি জনপ্রিয় পানীয় প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে করেছিলেন। ২০০৯ সালে তাঁকে ‘পা’ ছবিতে দেখা গিয়েছিল। এরপর তামিল তেলেগু সহ অনেক দক্ষিণী ছবিতে তিনি অভিনয় করেছেন। তবে এই অভিনেত্রী আজ আজ আমাদের মধ্যে নেই।
৫) অঙ্কিতা জাভেরি (Ankita Zaveri) : ছোট বেলায় একটি জনপ্রিয় পানীয় প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন অঙ্কিতা। পরে তিনি দক্ষিণের বহু ছবিতে অভিনয় করেছিলেন। ২০১৬ সালে শিল্পপতি বিশাল জগপৎকে বিয়ে করেন। এখন তিনি আমেরিকার নিউ জার্সিতে থাকেন।