Entertainment

Anurager Chowa: সোনা জেনে গেছে নিজের আসল পরিচয়! ফাঁস হয়েছে আরো সত্য! কি হবে সূর্য-দীপার ভবিষ্যৎ? ফাঁস আগাম পর্ব

আপনাদের জানিয়ে রাখি সামনেই আসতে চলেছে নতুন টুইস্ট (Anurager Chowa)। বর্তমানে বেঙ্গল টপার (Bengal Topper) হয়েছে এই ধারাবাহিক (Anurager Chowa)। মিশকার (Mishka) ষড়যন্ত্রের জালে জড়িয়ে আজ ২ মেরুর বাসিন্দা সূর্য (Surjo) আর দীপা (Deepa)। তাদের মন একে অপরকে চাইলেও মাঝে এসেছে বিস্তর দূরত্ব। তাদের মাঝের এই ফাঁক কি মিটবে?

ঘরে ঘরে এখন ধারাবাহিকের রমরমা। একের পর এক টুইস্ট এসেই চলেছে ধারাবাহিকগুলোতে। সবথেকে এগিয়ে রয়েছে অনুরাগের ছোঁয়া। প্রতি সপ্তাহেই দর্শকদের উপহার দিচ্ছে হাই ভোল্টেজ ড্রামা। আর ফলাফল বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহটি।

স্টার জলসার বিখ্যাত ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। শুরুর প্রথম সময় থেকেই দর্শকদের মন জিতে নিয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের হল সূর্য (Surjo) আর নায়িকা দীপা (Deepa)। তাদের রোমান্স (romance) দেখতে বেশ পছন্দই করে দর্শকরা। কিন্তু বিগত কয়েক মাস ধরে কেবলমাত্র ঝগড়া করতেই দেখা যাচ্ছে এই জুটিকে।

তবে আপনাদের জানিয়ে রাখি সামনেই আসতে চলেছে নতুন টুইস্ট (Anurager Chowa)। বর্তমানে বেঙ্গল টপার (Bengal Topper) হয়েছে এই ধারাবাহিক (Anurager Chowa)। মিশকার (Mishka) ষড়যন্ত্রের জালে জড়িয়ে আজ ২ মেরুর বাসিন্দা সূর্য (Surjo) আর দীপা (Deepa)। তাদের মন একে অপরকে চাইলেও মাঝে এসেছে বিস্তর দূরত্ব। তাদের মাঝের এই ফাঁক কি মিটবে?

Anurager Chowa

টিআরপি তালিকার প্রথম দিকে জায়গা পেয়েছে অনুরাগের ছোঁয়া। ইতিমধ্যে একাধিক সত্য সামনে এসে গেছে। বেশ কিছু ঘটনা থেকে সরে গেছে পর্দা। দর্শকরা এখন চাইছে সূর্য (Surjo) আর দীপা (Deepa) -র মিল দেখতে। ধীরে ধীরে দূরত্ব কমছে এই জুটির। আস্তে আস্তে সব সত্যি সামনে আসছে সকলের। রুপা (Rupa) জেনে গেছে সে ‘ডাক্তারবাবু’ অর্থাৎ সূর্যর মেয়ে।

কিন্তু এখনও পর্যন্ত সোনা (Sona) খুঁজে পায়নি তার মাকে। সে জেনেছে নিজের অনাথ হওয়ার কথা। মায়ের পরিচয় জানতেই মরিয়া হয়ে উঠেছে সে। বাবা মায়ের কথা ভেবে দিনরাত কেঁদে কেঁদে মন খারাপ সোনার। সোনার মন খারাপ দেখেও কোন ভাবেই দীপা রুপা আর লাবণ্য সেনগুপ্ত তাকে আসল সত্যিটা জানাতে পারেনি।

তবে সোনার কষ্ট সহ্য করতে না সূর্য তাকে কথা দিয়েছে তার আসল বাবা মায়ের খবর এনে দেবে।‌ এই সবের মাঝেই সূর্য (Surjo) জেনে যাবে সোনা (Sona) -র আসল মা যে দীপা (Deepa)। একটু সময় লাগলেও মিল হয়ে যাবে সূর্য আর দীপার (Surjo and Deepa)।

ইতিমধ্যে আপলোড হয়েছে সিরিয়ালের নতুন প্রোমো। যেখানে দেখা গেছে বাবা মাকে খুঁজতে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরোতে চেয়েছে সোনা। কিন্তু সেই সময় রুপা তাকে দেখতে পেয়ে থামিয়ে দেবে। আর বাধ্য হয়ে সোনাকে বলে দেবে রুপাই তার জমজ বোন। আর দীপা তাদের মা। সব মিলিয়ে জমজমাটি হতে চলেছে আগামী পর্বগুলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button