টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী আবারও মা হওয়ার সুখবর প্রকাশ করেছেন। দ্বিতীয় গর্ভাবস্থায় বোল্ড লুকে ধরা দেন তিনি তার ফ্যান দের কাছে। ছবি পোস্ট করতেই ঝড়ের গতিতে ভাইরাল হয় পোস্টটি। এই ছবিতে অভিনেত্রীর পরনে দেখা যাচ্ছে থাই স্লিট পোশাক। এবং তার নিজস্ব ছবি তোলার পোজে মুগ্ধ হচ্ছেন ভক্তমহল।
ছবিটি পোস্ট করা হয়েছে Instagram এ। এই ছবিতে খোলামেলা পোশাকে বোল্ড লুকে দেখা যাচ্ছে রাজ-ঘরনীকে। তার রূপের ছটায় রঙ লাগছে ভক্তদের মনে। তার মাতৃত্বকালীন আভা বিচ্ছুরিত হচ্ছে ওয়ান সাইড অফ সোল্ডার পোশাকে। প্রথমবারের মাতৃত্বকালীন সময়েও তিনি ছবি পোস্ট করেছিলেন তার অনুগামী দের জন্য।
তার এই লুকের প্রশংসায় পঞ্চমুখ অনুগামীরা। অনেকেই তার পাঞ্জাবী লুকের ফ্যান। আবার কেউ কেউ জানাচ্ছেন খুব মিষ্টি দেখতে লাগছে তাকে। তবে প্রশংসার সমন্তরালে চলছে সমালোচনাও। অনেকেই জানাচ্ছেন শুভশ্রীর অভিনয় জীবন শুরুর লুক তাদের পছন্দের, এই লুক তাদের কাছে বেশ অপছন্দের।
অভিনেত্রীর পাশাপাশি সুগৃহিনী শুভশ্রী গাঙ্গুলী। কাজের পাশাপাশি দুজনের দাম্পত্য জীবন বেশ নজর কাড়া দৃষ্টান্ত। রাজ শুভশ্রী এবং পুত্রে ইভানকে নিয়ে তাদের সুখের সংসার বেশ জমে উঠেছে। ঠিক সেই মুহূর্তেই চক্রবর্তী পরিবারে আবার আর একটা খুশির খবর। দ্বিতীয় বার সন্তানের পরিকল্পনা করেছিলেন তারা। এবার সেই দ্বিতীয় সন্তান আসার খবরেই নেট পাড়াতে সরগরম হয়ে উঠছে।
পোস্ট করার পর পরই একে একে সকলে সুফেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেছেন। বলিউড অভিনেত্রী মৌনী রায় লিখেছেন, “ভালবাসা, ভালবাসা, আমি ওর সবচেয়ে প্রিয় মাসি হচ্ছি। এ নিয়ে আর কোনও সন্দেহ নেই।” টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় লেখেন, “অনেক শুভেচ্ছা। ভীষণ খুশি।”
কয়েকদিন আগেই নিজেদের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বলেন শুভশ্রী গাঙ্গুলী। তিনি বলেছিলেন , এবার তাদের ছেলে ইউভানের জন্য খেলার সঙ্গী আনতে চান তারা। তারমানে দ্বিতীয় সন্তানকে আনার পরিকল্পনা করেছিলেন তারা, এবার তার আগমন বার্তায় শিলমোহর পড়ল।