Star Mark Notes Is Real or Fake: সম্প্রতি বন্ধ হয়েছে ২০০০ টাকার নোট। তবে ৫০০ টাকার নতুন নোট বন্ধ হবে না বলে জানিয়েছেন আরবিআই (RBI)। তবে ৫০০ টাকার প্রচলিত নোট নিয়ে নানা ভয় রয়েছে মানুষের মধ্যে। কেননা বাজারে দুই ধরণের ৫০০ টাকার নোট ঘোরা ফেরা করছে। কোনটা আসল আর কোনটা নকল তা বুঝতে পারছে না মানুষ। এমতাবস্থায় আরবিআই ৫০০ টাকার নোট নিয়ে কি জানালেন? চলুন বিস্তারিত জেনে নিন।
প্রসঙ্গত, আপনি ধরুন এটিএম এ গেলেন, আর এক হাজার টাকা বের করলেন। যার মধ্যে দুটি ৫০০ টাকার নোট রয়েছে। এই দুটি ৫০০ নোটের মধ্যে একটি নোটে স্টার মার্ক রয়েছে (500 Note With Star Mark), আরেকটিতে স্টার মার্ক নেই। এক্ষেত্রে স্টারমার্ক যুক্ত নোটটিকে অনেকে আসল নাকি নকল তা বুঝতে পারছেন না (Star Mark Notes Is Real or Fake)। তাহলে আপনি ৫০০ টাকার নোটটা রেখে দেবেন নাকি ফেলে দেবেন?
৫০০ টাকার আসল নকল নোট নিয়ে সাম্প্রতিক কালে বেশ শোরগোল শুরু হয়েছে। অনেকেই স্টার মার্ক যুক্ত ৫০০ নোট নিতে অস্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে এই বিতর্ক বেশ হৈ চৈ ফেলেছে। অনেকে এই ধরণের নোট নকল ভাবে বাতিল করেছেন। কিন্তু এ বিষয়ে আরবিআই নতুন সিন্ধান্ত গ্রহণ করলো।
বলে রাখি, স্টার মার্ক যুক্ত ৫০০ টাকার নোট আসলে আরবিআই বৈধ একটি নোট। কিন্তু বাজারে দুই ধরণের নোট হয়ে যাওয়ায় মানুষ বিভ্রান্তিতে পড়ছে। ফলে সাধারণ মানুষ আরবিআই-এর কাছে এই নোট বাতিল করার আবেদন জানিয়েছেন। তবে আরবিআই বলেন যে, স্টার মার্ক যুক্ত ৫০০ নোট বৈধ। যেহেতু এটি নকল নয়, তাই এই নোট বন্ধ করা যাবে না। তবে এই নোট বন্ধ না হলেও, আরবিআই এর বক্তব্যের পর মানুষের মধ্যে এই নোট নিয়ে থাকা সংশয় দূর হবে।