বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। স্টার জলসা(Star Jalsha)-তে সম্প্রচারিত হয়। কিছুদিন আগেই ধারাবাহিকটি যাত্রা শুরু করেছে। আর অল্প দিনের মধ্যেই দর্শমন জয় করে নিয়েছে। গত এপিসোড গুলো বেশ জমজমাটি ভাবে হচ্ছে। সম্প্রতি এই ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে প্রথম বারের মতো আকাশনীল ও সন্ধ্যার মিষ্টি রোমান্স দেখতে পেয়েছেন দর্শকরা।
প্রসঙ্গত, একে বারে ভিন্ন স্বাদের গল্প দিয়ে সাজানো হয়েছে ‘সন্ধাতারা’ ধারাবাহিকটি। যেখানে দুই বোন সন্ধ্যা ও তারার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। দুই বোনই একে অন্যের জন্মক ভালো চায় এবং একে অন্যের জন্য অনেক কিছুই ত্যাগ করতে পারে। আর এই গল্পের নায়ক হলো আকাশনীল। যে ভালোবাসে তারাকে। কিন্তু তার সঙ্গে সন্ধ্যার বিয়ে হয়েছে।
সিরিয়ালে দেখা যাচ্ছে, মায়ের পছন্দ করা মেয়ে সন্ধাকে বিয়ে করেছে আকাশনীল (Akashneel)। তবে সন্ধাকে (Sandhya) সে একেবারেই পছন্দ করে না। কেননা সে যে ভালোবাসে তারাকে। যদিও সন্ধ্যা নীলকে ভালোবাসে। সে জন্যই তারা নিজের ভালোবাসা দিদির হাতে তুলে দিয়েছে। কিন্তু সন্ধ্যা এটা জানে না যে, আকাশনীল যাকে ভালোবাসে যে আর কেউ নয়, তারই বোন তারা (Tara)।
এদিকে বিয়ের পর সন্ধ্যা শ্বশুরবাড়িতে হুলুস্থুল কান্ড বাঁধিয়ে রেখেছে। কিছুদিন আগে রান্না ঘরে রান্না করতে করতে কান্নায় ভাসিয়ে ছিল। তারপর স্মার্ট বউ সাজতে গিয়ে প্যান্ট খুলে গিয়েছিল বরের সামনে। আর সম্প্রতি সন্ধাতারা-র যে প্রোমো প্রকাশ্যে এসেছিস সেখানে দেখা যাচ্ছে, ভেজা গায়ে বাথটব থেকে বেরিয়ে আসতে গিয়ে আকাশনীল উপর পড়ে যায় সন্ধ্যা। কয়েক সেকেন্ড তাদের চোখাচুখি হয়। আর এই দৃশ্য দেখে দর্শকরা বেজায় খুশি হয়েছেন। তাহলে এভাবেই কি সন্ধ্যা আর আকাশের মধ্যে ভালোবাসা গড়ে উঠবে? জানতে হলে দেখতে থাকুন ‘সন্ধাতারা।