Srabanti Chatterjee: বরাবরই বিনোদন জগতের অভিনেতা, অভিনেত্রীরা সর্বদা নিউজ তথা সোস্যাল মিডিয়ায় হট টফিকে থাকতে চান একথা প্রায় সকলেই কমবেশি জানি। তাঁদের কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন প্রায় সবকিছু নিয়েই সবসমই অনুরাগীদের মধ্যে এক বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। প্রিয় তারকারা কোথায় থাকেন, কী পছন্দ করেন ইত্যাদি সব কিছুই জানার আগ্রহ থাকে তাঁদের মধ্যে। তবে বর্তমান টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।
বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে তিনি তার নানান কর্মের জেরে প্রায় সবসমই শিরোনামে থাকেন। এবং বেশীরভাগ ক্ষেত্রেই তিনি তাঁর প্রেম ও বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চায় থেকে থাকেন। তাঁর সোশ্যাল মিডিয়ায় যে কোনও ছবি বা ভিডিও শেয়ার করা মাত্রই, অপর দিক থেকে তাঁর দিকে ধেয়ে আসে নানান কটাক্ষ। আর তাই কী ঘটছে তাঁর জীবনে সেদিকে নজর থাকে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের একাংশের। এবার পরিবারে ছোট্ট সদস্য আনলেন নায়িকা (Srabanti Chatterjee)। নিজেই পরিচয় করিয়ে দিলেন নেট দুনিয়ার সঙ্গে।
View this post on Instagram
বিছানায় শুয়ে রয়েছে একরত্তি এবং তাকে জড়িয়ে আদর করছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সম্প্রতি নিজের ইনস্টা প্রোফাইলে এমন দুটি ছবি শেয়ার করেছেন তিনি। আসলে এবার তাঁর পরিবারে যোগ হয়েছে আরও এক চারপেয় ছানার। জানা গেছে, হাস্কি জাতের এই সারমেয়র ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “আমার রূপকথা পরিবারে স্বাগতম…।” এই ছবি পোস্ট করা মাত্রই নায়িকার পোষ্যকে ভার্চুয়াল ভালোবাসায় ভরিয়েছেন তারকা থেকে অনুগামীরা।
শ্রাবন্তী (Srabanti Chatterjee) ছবিগুলি শেয়ার করেছেন একেবারে নো মেকআপ লুকে। আর এই পোস্টে সবাই প্রশংসা করলেও আগে নো-মেকআপ লুক শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হোন শ্রাবন্তী। সেই সঙ্গে নেটিজেনদের একাংশ পেত্নী, বুড়ি বলতেও ছাড়েননি এই টলি নায়িকাকে। তবে নেটমাধ্যম জুড়ে এত কটূক্তি সত্ত্বেও বরাবর ‘কেয়ার নট অ্যাটিটিউট’ রাখেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, এরকম কমেন্ট তিনি পড়েন না। চোখে পড়লেও গ্রাহ্য করেন না। এমনকী বারবার এই বার্তাই দিয়েছেন যে, তাঁর কিছু যায় আসে না এই ধরনের ট্রোলিংয়ে।
আরও পড়ুন: Dhanteras: ধনেতারসের শুভলগ্নে এই কয়েকটি জিনিস কিনুন, বাড়বে ধন-সম্পত্তি, জেনে নিন
1 thought on “Srabanti Chatterjee: কালীপুজোর আগেই নতুন সদস্য পরিবারে! ডিভোর্সের আগেই সুখবর দিলেন শ্রাবন্তী”