বাংলা ধারাবাহিকি মিঠাই নামে পরিচিত সৌমিতৃষা একটি ধারাবাহিকের অভিনয় করেই বেশ পরিচিতি লাভ করেছিলেন। মিঠাইয়ের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল সকলকেই। মিঠাই যেভাবে দুষ্টু মিষ্টি ভাবে কথা বলতো তা আকর্ষণ করতে সকলকেই। ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও এখনও এই চরিত্রটি মানুষের মনে জায়গা করে রেখেছে।
একটি ধারাবাহিককে অভিনয় করার পরেই বড়পর্দায় পদার্পণ করেছিলেন মিঠাই। দেবের বিপরীতে প্রধান সিনেমার নায়িকা হিসেবে নবরূপে দর্শকদের সামনে ধরা দিবেন তিনি আগামী শীতকালে। এখন আপাতত মিঠাইয়ের দর্শকরা অপেক্ষা করে রয়েছে। মিঠাইয়ের এই নবরূপে দর্শন পাওয়ার জন্য।
আরও পড়ুন: ‘কার কাছে কই মনের কথা’য় শিমুল মধুবালার বন্ধুত্বের নতুন জুটি দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা
তবে একজন অভিনেত্রীর যেমন ভালোবাসার মানুষ থাকে তেমন ঘৃণার মানুষ থাকে এ ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। সোশ্যাল মিডিয়াতে সৌমি প্রায়শই চর্চায় থাকেন কারণ তিনি মাঝে মাঝেই ছবি অথবা ভিডিও পোস্ট করে থাকেন। এরকমই একটি ছবি বা ভিডিও পোস্ট করার সময় নেটিজেনরা লক্ষ্য করেন আগের থেকে অনেক বেশি মোটা হয়ে গেছেন অভিনেত্রী।
View this post on Instagram
সম্প্রতি এই মোটা হওয়া নিয়ে আরো একবার চর্চার শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী কারণ সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাদা শার্ট এবং সাদা জিন্স পড়ে গিয়েছিলেন তিনি যেখানে সকলে দেখেছেন অভিনেত্রী অনেকটাই মোটা হয়ে গেছেন। তবে যে যাই বলুক না কেন, অভিনেত্রী এখন ইন্ডাস্ট্রিতে যে জায়গা করে নিয়েছেন বা করছেন তাতে তাকে আর সরানোর ক্ষমতা কারোর নেই।