বর্তমানে টলিউডে সোহিনী সরকার ও তৃনা সাহার বিবাদকে ঘিরে হট টপিক তৈরি হয়েছে। সোহিনীর সঙ্গে অশান্তির জেরে ‘মাতঙ্গী’ (Matangi) ওয়েব সিরিজ থেকে সরে এসেছেন তৃনা। সোহিনীর সঙ্গে তৃনার এই বিবাদ এখন সোশ্যাল মিডিয়ায় জুড়ে চর্চার বিষয়। আর এই বিবাদকে পাস কাটিয়ে হট লুকে ধরা দিলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। তাঁর হট লুক ঘুম উড়িয়েছে নেটিজেনদের। চলুন বিস্তারিত জেনে নিন।
তৃনা-সোহিনীর বিবাদের মাঝে সোহিনীর নতুন লুক
তৃনা-সোহিনীর বিবাদের মাঝেই সোহিনীর নতুন লুক ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায় (Social Media Viral)। কালো রংয়ের হট প্যান্ট,সাদা ক্রপ টপ কালো জ্যাকেটে পশ্চিমী পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। ভক্তরা তাঁর প্রিয় অভিনেত্রীকে নতুন লুক দেখে পাগল। সেক্সি বডি দেখে নেটিজেনদের ঘুম উড়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে সোহিনীর এই লুক বেশ ভাইরাল।
View this post on Instagram
বিদেশ ভ্রমণের লেটেস্ট ছবি শেয়ার করলেন অভিনেত্রী
নিজস্ব ইনস্টা হ্যান্ডেল থেকেই ছবিটি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ব্ল্যাক লাভার’। ক্যাপশনে যোগ করেছেন কালো রঙের হার্ট ইমোজি। কিছুদিন আগে বিদেশ থেকে ঘুরে এসেছেন। সেখানে গিয়ে এই ছবিগুলো তুলেছেন তিনি। অভিনেত্রী লেটেস্ট ছবিটি নিউ ইয়র্ক-এ তোলা হয়েছে। তাঁর চোখের চাওনিতে মাতাল হয়েছেন ভক্তরা।
অভিনেত্রীর সেক্সি লুকে পাগল ভক্তরা
অভিনেত্রীর নতুন লুক পছন্দ করেছেন অনেকে। ভক্তরা ঝুড়ি ঝুড়ি মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স। এক ভক্ত অভিনেত্রীকে নিজের বউ দাবি করে বসলেন কমেন্ট বক্সে। কেও আবার লিখেছেন, ‘ব্ল্যাক কুইন’। আরেক ভক্ত লিখেছেন, ‘আমি তোমার লাভার’। এক কথায় সোহিনীর ভক্তরা প্রিয় অভিনেত্রীকে দেখে মুগ্ধ হয়েছেন। এখানেই শেষ নয়, এই পোস্টে কমেন্ট করে আগুনের ইমোজি দিয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা।