Entertainment

Shweta Tiwari: শাড়িতেই নারী! হলুদ শাড়িতে লস‍্যময়ী রূপে সেজে উঠলেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি

হিন্দি টেলিভিশন (Hindi Television) দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)। ১৯৯৯ সালে বিজ্ঞাপনের মধ্যে দিয়ে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে ‘কাসৌটি যিন্দেগী কে’ (Kasautii Zindagii Kay) ধারাবাহিকের মধ্যে দিয়ে তিনি পরিচিতি গড়ে তুলেছিলেন। ধারাবাহিকটি ২০০১ সালে স্টার প্লাসে সম্প্রচারিত হয়েছিল। এরপর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তিনি অনেকটা বছর কাটিয়ে ফেললেন। সম্প্রতি তাঁর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। আজ সে বিষয়েই আপনাদের সঙ্গে কথা বলবো।

Shweta Tiwari
Shweta Tiwari

শেষ দেখা গিয়েছে ‘ম্যা হু অপরাজিতা’ ধারাবাহিকে

প্রসঙ্গত, ১৯৯৯ থেকে এখনো পর্যন্ত সমান ভাবে টেলিভিশন দুনিয়ায় সক্রিয় রয়েছে তিনি। তাঁর জনপ্রিয়তাও নেহাত কম নয়। দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে তিনি কাজ করেছেন অসংখ্য সিরিয়ালে। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ম্যা হু অপরাজিতা’ (Main Hoon Aparajita)। জি সিনেমায় সম্প্রচারিত এই সিরিয়ালে তাঁকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল। তবে কিছুদিন আগেই সিরিয়ালটি শেষ হয়েছে। এই সিরিয়ালের মধ্যে তিনজ অভিনেত্রী বেশ প্রশংসিত হয়েছে।

বয়স ডাকা পড়েছে রূপ ও ফিটনেসের আড়ালে

সিরিয়াল শেষ হলেও অভিনেত্রী আজও চর্চার মধ্যে রয়েছেন। তবে তার এই চর্চার কারণ অভিনয় নয় বরং ফিটনেস। অভিনেত্রী আজও নিজের রূপ ফিটনেস একইভাবে ধরে রেখেছেন। বর্তমানে অভিনেত্রীর বয়স ৪২ হলেও তাঁকে আজও ২৪ লাগে। আর এই বয়সে সুন্দর সুন্দর ফটোশুট করে তাক লাগাচ্ছেন অভিনেত্রী।

হলুদ শাড়িতে লস‍্যময়ী রূপে সেজে উঠলেন অভিনেত্রী

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁর যে ছবিটি প্রকাশ পেয়েছে সেখানে তাঁকে হলুদ শাড়িতে দেখা যাচ্ছে। তাঁর এই রূপ নজর কেড়েছে নেটদুনিয়ার একাংশের। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল (Viral) হচ্ছে অভিনেত্রীর এই ছবি। তাঁর পরনে রয়েছে হলুদ শাড়ি ও শ্যাওলা রঙের স্লিভলেস ব্লাউজ। অভিনেত্রীর এই লুকে ঘুম উড়েছে ভক্তদের। তার ঝলক বোঝা যাচ্ছে কমেন্টে। এক কথায় অভিনেত্রী শ্বেতার এই ছবি সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button